ঢাকা, ১২ জুলাই – আওয়ামী লীগের মতো বিএনপিও কি এখন সেই একই কায়দায় ‘লাশতন্ত্র’র ওপর দাঁড়িয়ে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখছে— এমন প্রশ্নই তুলেছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক সাদিক কায়েম।
শুক্রবার (১১ জুলাই) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এই মন্তব্য করেন। পোস্টটি রাজধানীর মিটফোর্ড রোডে যুবদল নেতাকর্মীদের হাতে এক ব্যবসায়ীকে নৃশংসভাবে হত্যার ঘটনার পরিপ্রেক্ষিতে দেওয়া হয়।
সাদিক কায়েম লেখেন, ২০০৬ সালের ২৮ অক্টোবর লগি বৈঠা দিয়ে মানুষ হত্যা করে লাশের ওপর নৃত্য করে ক্ষমতায় এসেছিলো আওয়ামী লীগ। বিএনপিও কি সেই একই কায়দায় লাশ তন্ত্রের ওপর দাঁড়িয়ে ক্ষমতায় আসার স্বপ্ন দেখছে?
তিনি আরও বলেন, গোটা জাতি আরেকটি নৃশংস হত্যাকাণ্ড প্রত্যক্ষ করল। চাঁদা না দেওয়ায় যুবদল কর্তৃক সংঘটিত এ নির্মম হত্যাকাণ্ডে গোটা দেশবাসী আতঙ্কিত।
সাদিক কায়েম আরও উল্লেখ করেন, রাজনীতির ময়দানে আমাদের চলার পথটা মসৃণ করে দিয়ে গেছে জুলাইয়ের সহস্রাধিক শহীদ। এরকম বর্বরোচিত খুনের ঘটনায় আবু সাঈদ, ওয়াসীম, মুগ্ধ, শান্ত, আলী রায়হানদের আত্মা কেঁপে কি উঠবে না?
সূত্র: ঢাকা পোস্ট
এনএন/ ১২ জুলাই ২০২৫