আলভেজের বিচারকার্য শুরু | চ্যানেল আই অনলাইন

Fresh Add Mobile

যৌন হয়রানির অভিযোগে এক বছরের বেশি সময় ধরে স্পেনের একটি কারাগারে আছেন দানি আলভেজ। সম্প্রতি তার বিচারকার্য শুরু করেছে স্পেনের আদালত। সোমবার তার বিরুদ্ধে করা মামলার শুনানি শুরু হয়েছে, যা শেষ হবে বুধবার।

শুনানিতে উপস্থিত হতে পুলিশ ভ্যানে করে কারাগার থেকে তাকে আদালতে আনা হয়। এদিন গায়ে সাদা শার্ট ও পরনে জিন্স প্যান্ট ছিল।

২০২২ সালের ডিসেম্বরে বার্সেলোনার একটি নাইটক্লাবে এক নারীকে হয়রানি করেন আলভেজ। জানুয়ারিতে গ্রেপ্তার হওয়ার পর আলভেজকে রিমান্ডে নেয়া হয় এবং পরের মাসে তার জামিন আবেদন বিচারকরা নামঞ্জুর করেন। সেলেসাও ডিফেন্ডারকে পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দেয়া হয়। এরপর থেকে স্পেনের ব্রায়ান্স-২ কারাগারে কৌটিনহো নামক আরেক ব্রাজিলিয়ান বন্দীর সাথে কারাকক্ষ ভাগাভাগি করছেন আলভেজ।

ব্রাজিলিয়ান ডিফেন্ডারের বিরুদ্ধে দায়ের হওয়া মামলার তদন্তও শেষ হয়েছে। প্রমাণও মিলেছে অভিযোগের। পরে ব্রাজিলের সাবেক ফুলব্যাকের বিরুদ্ধে ৯ বছরের জেল শাস্তি দাবি করেন স্পেনের আইনজীবীরা। বার্সা ও পিএসজির সাবেক এই খেলোয়াড়ের কাছে ভুক্তভোগীর জন্য ১ লাখ ৫০ হাজার ইউরো ক্ষতিপূরণও দাবি করেন তারা। আলভেজের বিরুদ্ধে অভিযোগপত্রের একটি অনুলিপিতে পাওয়া যায় এমন তথ্য।

৪০ বর্ষী আলভেজ বার্সেলোনার হয়ে তিনটি চ্যাম্পিয়ন্স লিগ এবং ব্রাজিলের জার্সিতে দুটি কোপা আমেরিকাসহ ক্যারিয়ারে ৪২টি শিরোপা জিতেছেন। গত বছর কাতারে সেলেসাওদের হয়ে তৃতীয় বিশ্বকাপ খেলেছেন এই ডিফেন্ডার।

Scroll to Top