আলভেজের সঙ্গে বসবাস করা কুতিনিও নামের সেই কয়েদি ‘ফিয়েস্তা’ অনুষ্ঠানে বলেছেন, ‘বিচারকাজ শেষ হওয়ার পর পরিস্থিতি বিপক্ষে চলে যাওয়ায় সে (আলভেজ) ভেঙে পড়েছে। ভীষণ মুষড়ে পড়েছে। অফিশিয়াল ও এডুকেটরসরা তাকে সাহস দিচ্ছে।’ অ্যান্টি সুইসাইড প্রটোকল চালুর বিষয়ে কুতিনিও বলেছেন, ‘সে নিজেকে ক্ষতিগ্রস্ত করতে পারে কিংবা এমন পাগলাটে কিছু করতে পারে—এমন ভীতি থেকে বিচারকার্য শেষ হওয়ার পরদিনই এই প্রটোকল চালু করা হয়।’
এই মামলার বাদী ভুক্তভোগী তরুণীর অভিযোগ, ২০২২ সালের ৩০ ডিসেম্বর বার্সেলোনার সাটন নামের একটি পানশালার ভিআইপি সেকশনের বাথরুমে আলভেজ তাঁকে ধর্ষণ করেন। এই অভিযোগেই তিন সপ্তাহ পর আলভেজকে গ্রেপ্তার করা হয়। এর পর থেকেই স্পেনে কারাবন্দী জীবন কাটছে তাঁর।