আর রেলস্টেশন নয়, এখন বেগুনকোদরের আতঙ্ক এই সেতুতে!

আর রেলস্টেশন নয়, এখন বেগুনকোদরের আতঙ্ক এই সেতুতে!

Last Updated:

টাটা থেকে রাঁচি যাওয়ার শর্টকাট রাস্তা এই সেতু হয়ে গিয়েছে। কিন্তু রক্ষণাবেক্ষণের অভাবে এই সেতুর একেবারে দুর্বিষহ অবস্থা। এমনকি সেতুর দু’পাশে নেই কোনও ব্যারিকেড। বৃষ্টির পরিমাণ বাড়ায় হাঁটু পর্যন্ত উঠে যাচ্ছে জল

+

আর রেলস্টেশন নয়, এখন বেগুনকোদরের আতঙ্ক এই সেতুতে!

বেগুনকোদর সেতু

বেগুনকোদর, পুরুলিয়া, শর্মিষ্ঠা ব্যানার্জি: একটানা প্রবল বর্ষণের জেরে নাজেহাল অবস্থা দক্ষিণবঙ্গ জুড়ে। সেই তালিকা থেকে বাদ নেই পুরুলিয়াও। এর জেরে জেলার বাসিন্দাদের দুর্ভোগ ক্রমশ বাড়ছে। নদী, পুকুর, জলাশয় সবকিছু জলে পরিপূর্ণ হয়ে গিয়েছে। বহু জায়গাতেই সেতু ভেঙে দুর্ঘটনা ঘটতে দেখা যাচ্ছে। জেলার গুরুত্বপূর্ণ বেগুনকোদর সেতুর অবস্থাও ভয়ঙ্কর হয়ে উঠেছে। ‌এদিকে প্রতিদিন কয়েক হাজার মানুষ এই সেতুর উপর দিয়ে যাতায়াত করেন।

শহরের সঙ্গে বেগুনকোদর আড়ষা, জয়পুর, কোটশিলা এলাকার সংযোগের একমাত্র পথ এই সেতু। টাটা থেকে রাঁচি যাওয়ার শর্টকাট রাস্তা এই সেতু হয়ে গিয়েছে। কিন্তু রক্ষণাবেক্ষণের অভাবে এই সেতুর একেবারে দুর্বিষহ অবস্থা। এমনকি সেতুর দু’পাশে নেই কোনও ব্যারিকেড। বৃষ্টির পরিমাণ বাড়ায় হাঁটু পর্যন্ত উঠে যাচ্ছে জল। ফলে যেকোনও সময় ঘটে যেতে পারে দুর্ঘটনা।

আরও পড়ুন: অচল ইছামতিতে ফিরবে স্রোত? আশায় চাষি থেকে গ্রামবাসী

এই বিষয়ে স্থানীয় বাসিন্দারা বলেন, ২০০১ সাল থেকে এই সেতু সংস্কারের দাবি জানিয়ে আসছেন। ‌কিন্তু তারপর প্রায় আড়াই দশক পেরোতে চলল সঠিকভাবে সেতুটির সংস্কারের কাজ করা হয়নি। এই পরিস্থিতিতে এক প্রকার জীবনের ঝুঁকি নিয়ে সেতু পারাপার করতে হচ্ছে স্থানীয় বাসিন্দা ও পর্যটকদের। ‌অবিলম্বে সেতুটি মেরামতের দাবি জানানো হয়েছে।

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

গুরুত্বপূর্ণ এই সেতুটির বর্তমানে একেবারে জরাজীর্ণ অবস্থা। টানা বৃষ্টি হলেই বিপদ সীমা অতিক্রম করে বয়ে যাচ্ছে জল। বড়সড় দুর্ঘটনার আশঙ্কা রয়েছে যে কোনও মুহূর্তে। বর্তমান প্রাকৃতিক দুর্যোগ সেই আশঙ্কা কয়েকগুণ বাড়িয়ে তুলেছে।

Scroll to Top