আর কোনও বাধা নেই! হলুদ লাইনে মেট্রো চালানোর সব রকম ছাড়পত্র চলে এল

আর কোনও বাধা নেই! হলুদ লাইনে মেট্রো চালানোর সব রকম ছাড়পত্র চলে এল

Last Updated:

Kolkata Metro: দমদম ক্যান্টনমেন্ট থেকে বিমানবন্দর মেট্রো লাইন ও পরিচালন ব্যবস্থা পরীক্ষা করলেন কমিশনার অফ রেলওয়ে সেফটি। আগামী ২২ তারিখ এই প্রকল্পের উদ্বোধন হবে। এশিয়ার বৃহত্তম আন্ডারগ্রাউন্ড মেট্রো স্টেশন হচ্ছে দমদম বিমানবন্দর।

* বিমানবন্দর অবধি হলুদ লাইন ধরে মেট্রো দৌড়ের অনুমতি দিল CRSআর কোনও বাধা নেই! হলুদ লাইনে মেট্রো চালানোর সব রকম ছাড়পত্র চলে এল
* বিমানবন্দর অবধি হলুদ লাইন ধরে মেট্রো দৌড়ের অনুমতি দিল CRS

দমদম ক্যান্টনমেন্ট থেকে বিমানবন্দর মেট্রো লাইন ও পরিচালন ব্যবস্থা পরীক্ষা করলেন কমিশনার অফ রেলওয়ে সেফটি। আগামী ২২ তারিখ এই প্রকল্পের উদ্বোধন হবে। এশিয়ার বৃহত্তম আন্ডারগ্রাউন্ড মেট্রো স্টেশন হচ্ছে দমদম বিমানবন্দর। যাত্রী পরিষেবা শুরুর অনুমতি দিয়ে দিয়েছেন। প্রসঙ্গত, CRS পরিদর্শন  হবার আগেই এই প্রকল্প উদ্বোধন হবে তা জানিয়ে দেওয়া হয়েছিল।

এদিন সকালে উত্তর পূর্ব সার্কেলের কমিশনার অফ রেলওয়ে সেফটি সুমিত সিঙ্ঘল এই প্রকল্প পরিদর্শন করেন। নোয়াপাড়া থেকে দমদম ক্যান্টনমেন্ট অবধি আগেই কমিশনার অফ রেলওয়ে সেফটি অনুমতি দিয়ে রেখেছিল যাত্রী পরিষেবা শুরুর। এবার বাকি অংশেও অনুমতি দেওয়া হল। এদিন স্টেশন পরিকাঠামো থেকে শুরু করে যাত্রীদের জন্য যা যা ব্যবস্থা থাকা দরকার তা খতিয়ে দেখেন কমিশনার অফ রেলওয়ে সেফটি। এদিন লাইন ও রেক বারবার পরীক্ষা করেন তিনি। এদিন কমিশনার অফ রেলওয়ে সেফটি ট্রলি ইন্সপেকশন অবধি করেন। আগামী ২২ তারিখ কলকাতা মেট্রোর হলুদ লাইনে নোয়াপাড়া থেকে বিমানবন্দর অবধি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নোয়াপাড়া থেকে দমদম ক্যান্টনমেন্ট হয়ে বিমানবন্দর— সাত কিলোমিটারের বেশি পথে যাত্রীবাহী মেট্রো চলাচল করবে।

মেট্রো কর্তৃপক্ষের দাবি, শনিবার সফল ভাবেই কমিশনার অফ রেলওয়ে সেফটির পরিদর্শন শেষ হয়েছে। দেশের অন্যান্য শহরে সেখানকার বিমানবন্দর পর্যন্ত মেট্রো পরিষেবা আছে। কলকাতায় সেটা এত দিন ছিল না। এ বার সেই লক্ষ্যও পূরণ হতে চলেছে। কর্তৃপক্ষের দাবি, সব মাপকাঠিই পূরণ হয়েছে। এর পর ছাড়পত্র মিলে গেছে। ফলে ওই রুটে চালু হয়ে যাবে মেট্রো চলাচল। কলকাতা এবং শহরতলির মানুষের কাছে খুব সহজেই বিমানবন্দর পৌঁছনোর পথ খুলে যাবে বলেও আশাবাদী মেট্রো কর্তৃপক্ষ।

হলুদ লাইনের নোয়াপাড়া থেকে বিমানবন্দর পর্যন্ত সব ক’টি স্টেশনের কাজ শেষ। এই রুটে মোট চারটি স্টেশন রয়েছে। নোয়াপাড়া, দমদম ক্যান্টনমেন্ট, যশোর রোড এবং বিমানবন্দর। মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছেন, জয়হিন্দ বিমানবন্দর স্টেশনটি এশিয়ার মধ্যে অন্যতম বৃহৎ আন্ডারগ্রাউন্ড মেট্রো স্টেশন। এটি কলকাতা মেট্রোর কমলা (কবি সুভাষ থেকে বিমানবন্দর) এবং হলুদ লাইনকে যুক্ত করে। এই স্টেশনে পাঁচটি প্ল্যাটফর্ম রয়েছে। প্রত্যেকটির দৈর্ঘ্য ১৮০ মিটার।

Scroll to Top