আর্সেনাল-টটেনহ্যাম নর্থ লন্ডন ডার্বি হবে ইংল্যান্ডের বাইরে | চ্যানেল আই অনলাইন

আর্সেনাল-টটেনহ্যাম নর্থ লন্ডন ডার্বি হবে ইংল্যান্ডের বাইরে | চ্যানেল আই অনলাইন

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

আর্সেনাল ও টটেনহ্যাম হটস্পারের নর্থ লন্ডন ডার্বি হবে ইংল্যান্ডের বাইলে। ২০২৫ সালে হংকংয়ের ফুটবল ফেস্টিভাল উপলক্ষে ম্যাচটি হবে কাই তাক স্টেডিয়ামে। আর্সেনালের ম্যানেজিং ডিরেক্টর রিচার্ড গার্লিক জানিয়েছেন।

৩ জুলাই ম্যাচ হওয়ার কথা রয়েছে। ১৩ বছর পর প্রথমবার নর্থ লন্ডন ডার্বি ইংল্যান্ডের বাইরে হতে চলেছে। গার্লিক বলেছেন, ‘আর্সেনালের সবাই জুলাইতে হংকংয়ে ভ্রমণের জন্য মুখিয়ে আছে। ১৩ বছর পর আমাদের ছেলেদের মূল দল বাইরে যাওয়ার সুযোগ পাচ্ছে।’

;

‘এটা আমাদের ছড়িয়ে-ছিটিয়ে থাকা অসাধারণ সমর্থকদের সঙ্গে দেখা করার সুযোগ করে দেবে। কঠোর অনুশীলন এবং ম্যাচ খেলার পাশাপাশি এ অংশে আমাদের হংকং সমর্থকদের সাথে যোগাযোগ করার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি।

স্পারদের প্রধান রাজস্ব কর্মকর্তা রায়ান নরিস বলেছেন, ‘চমৎকার নতুন কাই তাক স্টেডিয়ামে টটেনহ্যাম হটস্পারের বিপক্ষে খেলা দল এবং সমর্থক উভয়ের জন্যই একটি দুর্দান্ত অভিজ্ঞতা হবে। নতুন মৌসুমের আগে আমাদের প্রাক-মৌসুম প্রস্তুতির একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ হবে এটি।’

Scroll to Top