আর্থিক প্রতারণার শিকার আলিয়া ভাট ! অভিনেত্রীর সই নকল করে টাকা চুরির অভিযোগ, গ্রেফতার আলিয়ার প্রাক্তন সহকারী

আর্থিক প্রতারণার শিকার আলিয়া ভাট ! অভিনেত্রীর সই নকল করে টাকা চুরির অভিযোগ, গ্রেফতার আলিয়ার প্রাক্তন সহকারী

Last Updated:

Alia Bhatt Ex Personal Assistant Vedika Prakash Shetty Arrested: গ্রেফতার অভিনেত্রীর প্রাক্তন ব্যক্তিগত সহকারী বেদিকা প্রকাশ শেঠি। শুধু আলিয়ার অ্যাকাউন্টই নয়, বেদিকার বিরুদ্ধে তাঁর প্রযোজনা সংস্থা ইটারনাল সানশাইন প্রোডাকশনস প্রাইভেট লিমিটেড-এর অ্যাকাউন্ট থেকেও দফায় দফায় টাকা তোলার অভিযোগ রয়েছে।

আর্থিক প্রতারণার শিকার আলিয়া ভাট! আর্থিক প্রতারণার শিকার আলিয়া ভাট ! অভিনেত্রীর সই নকল করে টাকা চুরির অভিযোগ, গ্রেফতার আলিয়ার প্রাক্তন সহকারী
আর্থিক প্রতারণার শিকার আলিয়া ভাট!

মুম্বই: আলিয়া ভাটের প্রাক্তন সহকারী বেদিকা প্রকাশ শেঠিকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে অভিযোগ, যে তিনি আলিয়ার প্রোডাকশন হাউস, ইটারনাল সানশাইন প্রোডাকশনস প্রাইভেট লিমিটেড এবং অভিনেত্রীর পার্সোনাল অ্যাকাউন্ট থেকে টাকা আত্মসাৎ করেছেন ! রিপোর্ট অনুযায়ী, বেদিকা এই দুই অ্যাকাউন্ট থেকে মোট ৭৬,৯০,৮৯২ টাকা প্রতারণা করেছেন বলে জানা গিয়েছে ৷

আর্থিক প্রতারণার শিকার আলিয়া ভাট। অভিনেত্রীর সই নকল করে তাঁরই অ্যাকাউন্ট থেকেই টাকা তুলে নেওয়ার অভিযোগ। গ্রেফতার অভিনেত্রীর প্রাক্তন ব্যক্তিগত সহকারী বেদিকা প্রকাশ শেঠি। শুধু আলিয়ার অ্যাকাউন্টই নয়, বেদিকার বিরুদ্ধে তাঁর প্রযোজনা সংস্থা ইটারনাল সানশাইন প্রোডাকশনস প্রাইভেট লিমিটেড-এর অ্যাকাউন্ট থেকেও দফায় দফায় টাকা তোলার অভিযোগ রয়েছে।

আর্থিক প্রতারণার মামলা জুহু পুলিশ স্টেশনে নথিভুক্ত করা হয়েছে এবং প্রাথমিক তদন্তের পর বেদিকা শেঠিকে গ্রেফতার করা হয়েছে। বলা হচ্ছে যে তিনি দীর্ঘ সময় ধরে এই প্রতারণা করে আসছিলেন। পুলিশ এই বিষয়টি তদন্ত করছে যে টাকা কীভাবে এবং কখন-কখন টাকা তোলা হয়েছে। যদিও এখনও পর্যন্ত আলিয়া ভাট বা তাঁর টিমের পক্ষ থেকে এই বিষয়ে কোনও আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি।

বেদিকা প্রকাশ শেঠি আলিয়ার ঘনিষ্ঠ বা কোর টিমের অংশ ছিলেন এবং পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করছিলেন। এই পজিশনের সুবিধা নিয়ে তিনি টাকার হেরাফেরি করেছেন বলে অভিযোগ। বিষয়টি সামনে আসার পর স্বভাবতই ফিল্ম ইন্ডাস্ট্রিতে আলোড়ন সৃষ্টি হয়েছে।

ইটারনাল সানশাইন প্রডাকশনস ব্যানারের প্রথম ছবি ছিল ‘ডার্লিংস’ যেটি শাহরুখ খানের রেড চিলিজ এন্টারটেনমেন্টের সাথে কো-প্রোডিউস করা হয়েছিল। ছবিতে আলিয়ার সঙ্গে বিজয় বর্মা এবং শেফালি শাহ কাজ করেছিলেন। এই ছবি নেটফ্লিক্সে রিলিজ হয়েছিল। এই মুহূর্তে আলিয়া ভাট তাঁর পরবর্তী বড় ছবি ‘Alpha’-র শুটিংয়ে ব্যস্ত আছেন। এটি একটি স্পাই ইউনিভার্স ছবি, যেখানে আলিয়ার সঙ্গে শর্বরীকেও দেখা যাবে। ছবি ২৫ ডিসেম্বর ২০২৫-এ রিলিজ হতে চলেছে।

বাংলা খবর/ খবর/বিনোদন/

আর্থিক প্রতারণার শিকার আলিয়া ভাট ! অভিনেত্রীর সই নকল করে টাকা চুরির অভিযোগ, গ্রেফতার আলিয়ার প্রাক্তন সহকারী

Scroll to Top