আর্জেন্টিনা জানে কীভাবে স্মার্ট খেলা খেলতে হয়: ব্রাজিল অধিনায়ক | চ্যানেল আই অনলাইন

আর্জেন্টিনা জানে কীভাবে স্মার্ট খেলা খেলতে হয়: ব্রাজিল অধিনায়ক | চ্যানেল আই অনলাইন

সুপার ক্ল্যাসিকোয় আর্জেন্টিনার বিপক্ষে নেমে বড় ব্যবধানে হেরেছে ব্রাজিল। আলবিসেলেস্তেদের ঘরে যেয়ে ৪-১ ব্যবধানে হারের পর ব্রাজিল আরও একধাপ নিচে নেমে বিশ্বকাপ বাছাই টেবিলে চারে গেছে। দলের এমন বেহাল দশায় শুধু কোচের দোষ দেখছেন না সেলেসাওদের অধিনায়ক মার্কিনহোস।

ম্যাচের পর ব্রাজিল অধিনায়ক মার্কিনহোস জানিয়েছেন, ‘আমরা সবাই আমাদের সেরাটা দিতে পারতাম, আরেকটু ভালো করতে পারতাম। এটা শুধুই ডোরিভালের একার ব্যাপার না। সমর্থকদের জন্য দুঃখ প্রকাশ করছি। তবে প্রতিপক্ষ জানে কীভাবে স্মার্ট খেলা খেলতে হয়।’

‘এখানে শুধু কোচের দোষ আছে ব্যাপারটা মোটেও এমন না, খেলোয়াড়দেরও দোষ আছে। সঠিক সিদ্ধান্তের ব্যাপারে আমাদের মাথাব্যথা থাকা উচিত। আর্জেন্টিনারও কঠিন সময় পার হয়েছিল, তারা সেটা অতিক্রম করতে সক্ষম হয়েছে। আমরা এ কঠিন সময় পার করতে পারব।’

নিজেদের দুর্দশার কথা তুলে ধরে মার্কিনহোস বলেছেন, ‘আমরা যেভাবে খেলতে চেয়েছি তার থেকে অনেক বাজেভাবে খেলাটি শুরু করেছিলাম। প্রতিপক্ষের দল আত্মবিশ্বাসে ভরপুর। দলের ব্যর্থতা আমাদের ভাগ করে নিতে হবে।’

২০২৬ সালে হতে চলা ফুটবল বিশ্বকাপে চতুর্থ দল হিসেবে আনুষ্ঠানিকভাবে মূলপর্বে পা রেখেছে আর্জেন্টিনা। উরুগুয়ে ও বলিভিয়ার ম্যাচ গোলশূন্য ড্র হওয়ার পর ব্রাজিলের বিপক্ষে নামার আগেই পয়েন্ট টেবিলে সুখবর এসেছে মেসিদের কাছে।

Scroll to Top