আর্জেন্টিনাকে কাঁদিয়ে কোপার ফাইনালে কলম্বিয়া | চ্যানেল আই অনলাইন

আর্জেন্টিনাকে কাঁদিয়ে কোপার ফাইনালে কলম্বিয়া | চ্যানেল আই অনলাইন

মেয়েদের কোপা আমেরিকার এবারের আসরে শুরু থেকে দাপট দেখিয়ে খেলছিল ২০০৬ আসরের শিরোপাজয়ী আর্জেন্টিনা। তবে সেমিফাইনালে এসে কলম্বিয়ার সঙ্গে হেরে বিদায় নিতে হল আলবিসেলেস্তেদের। শিরোপা নির্ধারণী মঞ্চে উঠেছে লাতিন আমেরিকার দেশ কলম্বিয়া। ফাইনালে তাদের প্রতিপক্ষ দ্বিতীয় সেমিতে মুখোমুখি হতে চলা ব্রাজিল ও উরুগুয়ের মধ্যে জয়ীদল।

ইকুয়েডরের কুইটো শহরে রদ্রিগো পাজ ডেলগাডো স্টেডিয়ামে মঙ্গলবার ভোরে আর্জেন্টিনার মেয়েদের মুখোমুখি হয় কলম্বিয়ার মেয়েরা। নির্ধারিত সময় গোল শূন্য থাকায় খেলা গড়ায় টাইব্রেকারে। সেখানে ৫-৪ ব্যবধানে আর্জেন্টাইনদের হারিয়ে ফাইনালের টিকিট কাটে কলম্বিয়া।

শুরু থেকে আক্রমণাত্মক ছিল আর্জেন্টিনা। সময়ের সঙ্গে সঙ্গে খেই হারিয়ে বল দখলের লড়াইয়ে পিছিয়ে পড়ে তারা। ম্যাচ জুড়ে ৬২ শতাংশ বল দখলে রেখে গোলের জন্য মোট ১৬টি শট নেয় কলম্বিয়া। এর মধ্যে লক্ষ্যে ছিল ৫টি। বিপরীতে আর্জেন্টিনার নেয়া ১০ শটের মধ্যে লক্ষ্যে ছিল কেবল ৩টি। কিন্তু নির্ধারিত সময়ে কোনো গোল না হওয়ায় ম্যাচ গড়ায় টাইব্রেকারে।

জয়ে ২০২৮ সালের লস অ্যাঞ্জেলস অলিম্পিকে খেলার যোগ্যতা অর্জন করেছে কলম্বিয়ার মেয়েরা। ম্যাচ শেষে কলম্বিয়ার গোলরক্ষক তাপিয়া বলেছেন, ‘আমরা এখন ফাইনালে, আর লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে খেলার টিকিটও নিশ্চিত করেছি। এটাই ছিল আমাদের লক্ষ্য। আমরা ফাইনালের জন্য প্রস্তুত।’

আসরের দ্বিতীয় সেমিতে বুধবার বাংলাদেশ সময় ভোর ৬টায় ৮ বারের চ্যাম্পিয়ন ব্রাজিলের মুখোমুখি হবে ৯ আসরে কখনও ফাইনাল না খেলা উরুগুয়ে। শনিবার রাত ৩টায় হবে শিরোপা মহারণ।

Scroll to Top