সিলেটে ৭ রানের, মিরপুরে ৮। দুই টেস্টেই প্রথম ইনিংসে লিড নিউজিল্যান্ডের। তবে সেটি এতটাই নগণ্যসংখ্যক রানের যে সিলেটের মতো মিরপুর টেস্টটাও এখন পরিণত হয়েছে এক ইনিংসের ম্যাচে। দ্বিতীয় ইনিংসে যারা ভালো করবে, জিতবে তারাই।
বৃষ্টির ঝাপটায় গতকাল টেস্টের দ্বিতীয় দিনের পুরোই হারিয়ে গেছে, হতে পারেনি একটি বলও। বৃষ্টি আজ সকালেও ছিল। এরপর রোদ উঠলে মাঠ শুকানোর পর্ব শেষ করে খেলা শুরু হয় একবারে মধ্যাহ্ন বিরতি পার করে দুপুর ১২টায়। কিন্তু বেলা ২টা ৪৫ মিনিটে আলোকস্বল্পতায় আবারও খেলায় বিরতি টেনে মাঠ ছাড়েন খেলোয়াড়েরা। খেলা এরপর আর হতেই পারেনি। বিকেল ৪টা ১০ মিনিটে শেষ ঘোষণা হয় দিনের খেলার।