আরও ৫টি মামলা, কারখানা বন্ধ ৫৮টি

আরও ৫টি মামলা, কারখানা বন্ধ ৫৮টি

বেতন বাড়ানোর দাবিতে গত ২৯ অক্টোবর থেকে সাভার ও আশুলিয়ার শ্রমিকেরা বিক্ষোভ শুরু করেন। পরে ৭ নভেম্বর ন্যূনতম মজুরি ১২ হাজার ৫০০ টাকা ঘোষণার পর ঘোষিত ন্যূনতম মজুরি প্রত্যাখ্যান করে বিক্ষোভ করতে থাকেন শ্রমিকেরা। আশুলিয়া শিল্প পুলিশ-১–এর আওতাধীন সাভার, আশুলিয়া ও ধামরাইয়ে ১ হাজার ৭৯২টি কারখানার মধ্যে গত শনিবার ১৩০টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়। রোববার অর্ধেকের বেশি কারখানা খুলে যায়। আজ দুপুর পর্যন্ত বন্ধ কারখানার সংখ্যা ছিল ৫৮টি।

আশুলিয়া শিল্প পুলিশ-১–এর পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ সারোয়ার আলম বলেন, ‘আমরা লক্ষ করছি শ্রমিকদের মধ্যে কাজ করার আগ্রহ আছে। তাঁরা শান্তিপূর্ণভাবে কাজ করতে চান। আশা করছি বন্ধ কারখানাগুলো দ্রুত খুলে যাবে।’

Scroll to Top