বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলে তিন ফরম্যাটের অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন নাজুমল হোসেন শান্ত। গত বছরের শেষদিকে নেতৃত্ব ছাড়ার কথা জানান। এরপরও অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন টপঅর্ডার ব্যাটার। সংযুক্ত আরব আমিরাত সিরিজের আগে টি-টুয়েন্টির অধিনায়ক থেকে তাকে সরিয়ে লিটন দাসকে দায়িত্ব দেয়া হয়। তবে টেস্ট দলের অধিনায়ক থাকছেন শান্তই।
আরও একবছর সাদা পোশাকের ক্রিকেটে বাংলাদেশকে নেতৃত্ব দেবেন শান্ত। তার ডেপুটি হিসেবে বহাল রয়েছেন অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। বুধবার সন্ধ্যায় সংবাদ বিজ্ঞপ্তিে জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
আগামী ১৭ ও ২৫ জুন শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে যাবে বাংলাদেশ। এই সিরিজ দিয়ে ২০২৫-২৭ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্র শুরু করবে টিম টাইগার্স। সফর সামনে রেখে ১৬ সদস্যের দল দিয়েছে বিসিবি। একইসঙ্গে অধিনায়ক হিসেবে শান্তট আরও একবছর দায়িত্ব পালন করার কথা জানিয়েছে।