এই খবরটি পডকাস্টে শুনুনঃ
আয়ারল্যান্ড মেয়েদের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে প্রথমটিতে বুধবার নামছে বাংলাদেশ। সামনে মেয়েদের ওয়ানডে বিশ্বকাপ, তার আগে আয়ারল্যান্ডের বিপক্ষের সিরিজ দিয়ে ঘুরে দাঁড়ানোর কথা বললেন টাইগ্রেস অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি।
ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে জ্যোতি বললেন, ‘লম্বা সময় পর ওয়ানডে খেলতে নামতেছি। প্রথমে গুরুত্বপূর্ণ হল আমাদের শুরুটা কীভাবে করতেছি, দল কীভাবে শুরু করছে। শুরুটা ভালো করে সেই ধারাবাহিকতা ধরে রাখতে পারলে আমাদের এই দলটা ভালো করবে। র্যাঙ্কিংয়ে আয়ারল্যান্ড আমাদের নিচে। ওদের সাথে যদি আমরা ভালো না করতে পারি, বড় দলগুলোর সাথে কীভাবে চোখে চোখ রেখে খেলব?’
‘আয়ারল্যান্ড যে ম্যাচগুলো জিতেছে, সেগুলো নিজেদের হোম কন্ডিশনে জিতেছে। এই কন্ডিশনে এসে ওদের ম্যাচ খেলার অভিজ্ঞতা কম, অভিজ্ঞতাও কম। কিন্তু সেই বিষয়টি হালকাভাবে নেয়ার কোনো সুযোগ নেই। এই সিরিজটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ।’
বাংলাদেশি সমর্থকদের আগ্রহ এবং সেটা পূরণ করতে না পারার বিষয়ে জ্যোতি বলেছেন, ‘মানুষের আগ্রহ, প্রত্যাশা, সবকিছু আমরাই তৈরি করেছি। আজকে যদি আপনারা এখানে এসে থাকেন, প্রশ্ন করছেন আগে ভালো ছিল বা এমন-অমন ছিল, এটা আমরাই তৈরি করেছি। এটা ধরে রাখার দায়িত্বও আমাদের। আমি বলব, বিশ্বাস রাখেন। কারণ দল কষ্ট করছে।’
মিরপুর শের-ই-বাংলা ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের প্রথম ম্যাচ শুরু হবে সকাল ১০টায়।