আমেরিকায় বিপজ্জনক গোষ্ঠীশাসন প্রতিষ্ঠিত হচ্ছে – DesheBideshe

আমেরিকায় বিপজ্জনক গোষ্ঠীশাসন প্রতিষ্ঠিত হচ্ছে – DesheBideshe

আমেরিকায় বিপজ্জনক গোষ্ঠীশাসন প্রতিষ্ঠিত হচ্ছে – DesheBideshe

ওয়াশিংটন, ১৬ জানুয়ারি – যুক্তরাষ্ট্রের বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, বিপুল সম্পদ, ক্ষমতা, প্রতিপত্তি নিয়ে একটি গোষ্ঠীর শাসন প্রতিষ্ঠিত হতে যাচ্ছে। এটি দেশের অভ্যন্তরীণ গণতন্ত্রের জন্য হুমকি। আমাদের মৌলিক অধিকার, স্বাধীনতা রক্ষার জন্য সবাইকে এগিয়ে যেতে হবে।

বুধবার (১৫ জানুয়ারি) হোয়াইট হাউসের ওভাল অফিস থেকে এই ভাষণ দেন বাইডেন।

মার্কিনদের মধ্যে ভুল তথ্য ছড়িয়ে দেওয়া হচ্ছে বলে ভাষণে সতর্ক করেছেন প্রেসিডেন্ট জো বাইডেন। গণমাধ্যমের স্বাধীনতা খর্ব হচ্ছে বলেও জানিয়েছেন তিনি।

বাইডেন বলেন, মার্কিনরা ভুল তথ্য ও অপতথ্যের নিচে চাপা পড়েছে। এতে ক্ষমতার অপব্যবহারের সুযোগ তৈরি হবে।

ভাষণে জলবায়ু পরিবর্তন নিয়েও কথা বলেন বাইডেন। তিনি বলেন, ‘জলবায়ু পরিবর্তন রোধে আমরা যে পদক্ষেপ নিয়েছি, ক্ষমতাশালীরা তাদের অনিয়ন্ত্রিত প্রভাব খাঁটিয়ে সেগুলো নষ্ট করে দিতে চায়।’ যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জলবায়ু পরিবর্তন ইস্যুকে এর আগে তামাশা বলে মন্তব্য করেছিলেন।

সূত্র: আরটিভি নিউজ
আইএ/ ১৬ জানুয়ারি ২০২৫



Scroll to Top