আমৃত্যু আমার ভিজিট ৩০০ টাকাই থাকবে: ডা. এজাজ

আমৃত্যু আমার ভিজিট ৩০০ টাকাই থাকবে: ডা. এজাজ

নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের নাটকে অভিনয় করে যিনি তারকাখ্যাতি পেয়েছিলেন, তিনি ডা. এজাজুল ইসলাম। চিকিৎসক পরিচয়ের বাইরেও অভিনেতা তিনি। তবে সবচেয়ে বড় পরিচয় তিনি ‘গরিবের ডাক্তার’। এই তকমা যে কেবল একটি উপাধি নয়, বরং তার জীবনের আদর্শ, তা বারবার প্রমাণ করে চলেছেন তিনি নিজেই।

আমৃত্যু আমার ভিজিট ৩০০ টাকাই থাকবে: ডা. এজাজআমৃত্যু আমার ভিজিট ৩০০ টাকাই থাকবে: ডা. এজাজ

হুমায়ূন আহমেদের সঙ্গে কাজের স্মৃতিচারণ করে আবেগঘন কণ্ঠে ডা. এজাজ বলেন, “নাট্যজগতে তিনি ছিলেন এক উজ্জ্বল নক্ষত্র। তার শূন্যস্থান কখনো পূরণ হবে না। তিনি যেমন লেখক ছিলেন, তেমনি অসাধারণ পরিচালকও ছিলেন। এখন আর সে মানের নাটক হয় না। দর্শকদের মধ্যেও এখন অনেক পরিবর্তন এসেছে।”

তিনি আরও বলেন, “স্যার ব্যক্তি হিসেবেও ছিলেন অপূর্ব। শুটিং সেটে যেমন, ব্যক্তিগত জীবনেও তেমন মাটির মানুষ।”

অভিনয়ের বাইরে ডা. এজাজ পেশাদার চিকিৎসক। তবে এখানেও তিনি ব্যতিক্রম। নিজের চেম্বারে রোগী দেখার ভিজিট নেন মাত্র ৩০০ টাকা। ডা. এজাজ বলেন, “অনেকে বলেন, আমি কেন ভিজিট বাড়াই না? এমনকি আমার স্টাফরাও বলেন, আমার জুনিয়ররাও বেশি ফি নেয়, আর আমি বিশেষজ্ঞ হয়েও ৩০০ টাকা নিচ্ছি। এতে আমার মানহানি হবে, এমন কথাও শুনি। কিন্তু এসব আমি কানে নেই না। আমৃত্যু আমার ভিজিট ৩০০ টাকাই থাকবে।”

গুরুতর আহত শাহরুখ খান, নেয়া হচ্ছে আমেরিকায়

তার মতে, “অপ্রয়োজনীয়ভাবে টাকার পেছনে ছোটা একটা মানসিক ব্যাধি। আমি খেতে পারছি, সন্তানদের পড়াশোনা চালাতে পারছি আল্লাহর রহমতে আমি ভালোই আছি। এর বেশি টাকার দরকারই বা কী?”

বর্তমানে তিনি ব্যস্ত আছেন ‘দেনা-পাওনা’ নামের একটি ধারাবাহিক নাটক নিয়ে। পাশাপাশি কিছু খণ্ড নাটকেও অভিনয় করছেন নিয়মিত।

সূত্র : যুগান্তর

Scroll to Top