‘আমি চিনে গিয়েছিলাম, কিন্তু গোপন চুক্তির জন্য…,’ সংসদে দাঁড়িয়ে কেন একথা বললেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর

‘আমি চিনে গিয়েছিলাম, কিন্তু গোপন চুক্তির জন্য…,’ সংসদে দাঁড়িয়ে কেন একথা বললেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর

লোকসভায় অপারেশন সিঁদুর নিয়ে আলোচনার মাঝে চিনের সঙ্গে ডোকলাম সংঘর্ষের প্রশ্ন তুলে আনলেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর৷ এখানেই শেষ নয়, সেই প্রসঙ্গ টেনে জোড়াল আক্রমণ শানালেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধির বিরুদ্ধে৷

‘আমি চিনে গিয়েছিলাম, কিন্তু গোপন চুক্তির জন্য…,’ সংসদে দাঁড়িয়ে কেন একথা বললেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর

সংসদ অধিবেশনে অপারেশন সিঁদুর নিয়ে আলোচনা কালে সরকারের কথার উপরে বিরোধীদের ‘অবিশ্বাস’ করার প্রবণতার কথা তুলে ধরেন জয়শঙ্কর৷

দাবি করেন, ‘‘ ডোকলামে চিনের সেনার সঙ্গে ভারতীয় সেনার সংঘর্ষের ঘটনার পরে, বিদেশমন্ত্রক থেকে নয়, রাহুল গাঁধি বিশ্বাস করেছিলেন চিনের দূতের কথার উপরে৷ এটা অদ্ভূত যে, একজন নির্বাচিত বিদেশমন্ত্রীকে ওঁরা বিশ্বাস করে না৷ অন্য দেশের লোকের কাছে কথা শুনতে যায়৷’’

দাবি করেন, ‘‘ ডোকলামে চিনের সেনার সঙ্গে ভারতীয় সেনার সংঘর্ষের ঘটনার পরে, বিদেশমন্ত্রক থেকে নয়, রাহুল গাঁধি বিশ্বাস করেছিলেন চিনের দূতের কথার উপরে৷ এটা অদ্ভূত যে, একজন নির্বাচিত বিদেশমন্ত্রীকে ওঁরা বিশ্বাস করে না৷ অন্য দেশের লোকের কাছে কথা শুনতে যায়৷’’

এখানেই শেষ করেননি জয়শঙ্কর৷ সংসদে অভিযোগ করেন, ‘‘বিরোধীরা এখন চিন নিয়ে আমাদের লেকচার দিচ্ছে৷ অথচ, ওরাই এদেশে ২জি, ৩জি এনেছে চিন থেকে৷ আমাদের সরকার দেশজ ৫জি প্রযুক্তি তৈরি করেছেন৷’’

এখানেই শেষ করেননি জয়শঙ্কর৷ সংসদে অভিযোগ করেন, ‘‘বিরোধীরা এখন চিন নিয়ে আমাদের লেকচার দিচ্ছে৷ অথচ, ওরাই এদেশে ২জি, ৩জি এনেছে চিন থেকে৷ আমাদের সরকার দেশজ ৫জি প্রযুক্তি তৈরি করেছেন৷’’

জয়শঙ্কর বলেন, ‘‘আমি চিনে যাইনি অলিম্পিক্স দেখডতে, কিংবা গোপন চুক্তি করতে৷ আমি গিয়েছিলাম সন্ত্রাস নিয়ে ভারতের অবস্থান স্পষ্ট করতে৷ বাণিজ্যিক সম্পর্ক তৈরি করতে৷’’

জয়শঙ্কর বলেন, ‘‘আমি চিনে যাইনি অলিম্পিক্স দেখতে, কিংবা গোপন চুক্তি করতে৷ আমি গিয়েছিলাম সন্ত্রাস নিয়ে ভারতের অবস্থান স্পষ্ট করতে৷ বাণিজ্যিক সম্পর্ক তৈরি করতে৷’’

প্রসঙ্গত, বিদেশমন্ত্রী এদিন দাবি করেন, চিন যে সময় অরুণাচল প্রদেশের নাগরিকদের স্টেপলড ভিসা দিচ্ছিল, সেই সময় ডোকলাম নিয়ে রাহুল সে দেশের দূতের সাথে কথা বলেন৷ পাকিস্তান এবং চিনের মধ্যে পারস্পরিক যোগসাজশের ঘটনাও পূর্বতন সরকারের অজানা ছিল না এবং সে বিষয়ে তাঁরা কোনও পদক্ষেপ করেনি বলে অভিযোগ করেন জয়শঙ্কর৷

বিদেশমন্ত্রী এদিন দাবি করেন, চিন যে সময় অরুণাচল প্রদেশের নাগরিকদের স্টেপলড ভিসা দিচ্ছিল, সেই সময় ডোকলাম নিয়ে রাহুল সে দেশের দূতের সাথে কথা বলেন৷ পাকিস্তান এবং চিনের মধ্যে পারস্পরিক যোগসাজশের ঘটনাও পূর্বতন সরকারের অজানা ছিল না এবং সে বিষয়ে তাঁরা কোনও পদক্ষেপ করেনি বলে অভিযোগ করেন জয়শঙ্কর৷

প্রসঙ্গত, চিন অরুণাচল প্রদেশ এবং জম্মু ও কাশ্মীরের বাসিন্দাদের স্টেপলড ভিসা দেয়৷ এই ভিসায় স্ট্যাম্প সরাসরি পাসপোর্টের পাতায় মারা হয় না, বরং একটি আলাদা কাগজে স্ট্যাম্প মেরে তা পাসপোর্টে স্টেপল করে দেওয়া হয়৷ এটা চিনের একটা চাল, এর মাধ্যমে চিন বোঝাতে এই সমস্ত জায়গা আদতে তাদের৷

প্রসঙ্গত, চিন অরুণাচল প্রদেশ এবং জম্মু ও কাশ্মীরের বাসিন্দাদের স্টেপলড ভিসা দেয়৷ এই ভিসায় স্ট্যাম্প সরাসরি পাসপোর্টের পাতায় মারা হয় না, বরং একটি আলাদা কাগজে স্ট্যাম্প মেরে তা পাসপোর্টে স্টেপল করে দেওয়া হয়৷ এটা চিনের একটা চাল, এর মাধ্যমে চিন বোঝাতে এই সমস্ত জায়গা আদতে তাদের৷

বাংলা খবর/ খবর/দেশ/

‘আমি চিনে গিয়েছিলাম, কিন্তু গোপন চুক্তির জন্য…,’ সংসদে দাঁড়িয়ে কেন একথা বললেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর

Scroll to Top