আমার মৃত্যুর খবর সম্পূর্ণ গুজব: ট্রাম্প

আমার মৃত্যুর খবর সম্পূর্ণ গুজব: ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া তার মৃত্যু সংক্রান্ত খবরকে ‘গুজব’ বলে আখ্যা দিয়েছেন।

সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফ এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) হোয়াইট হাউজে এক প্রেস ব্রিফিংয়ে ট্রাম্প বলেন, আমি খুবই সক্রিয় ছিলাম সপ্তাহজুড়ে। আমি শুনেছি এমন (মৃত্যুর) গুজব ছড়িয়েছে, কিন্তু আমি নিজে সেটা শুনিনি।

সাম্প্রতিক সপ্তাহে কোনো প্রকাশ্য কর্মসূচিতে না থাকায় অনলাইনে তার স্বাস্থ্য নিয়ে নানা জল্পনা-কল্পনা শুরু হয়। ট্রাম্প বলেন, দুই দিন মিডিয়াতে না থাকলেই মানুষ বলে, আমি মারা গেছি।

ট্রাম্পকে প্রশ্ন করা হয়েছিল, তিনি কী করছিলেন যখন শুনলেন তিনি মারা গেছেন? জবাবে তিনি বলেন, আমি আসলে শুনিনি। আমি বেশ কিছু সংবাদ সম্মেলন করেছি… তারপর দুই দিন বিরতি নিয়েছি, আর তাতেই অনেকে বলছে, কিছু একটা হয়েছে।

তিনি আরও বলেন, আমি ট্রুথ সোশ্যালে ওইসসয় অনেক কিছু পোস্ট করেছি, গুরুত্বপূর্ণ কিছু পোস্ট। আমি খুবই সক্রিয় ছিলাম।

প্রেস কনফারেন্সে ট্রাম্প আরও একটি গুরুত্বপূর্ণ ঘোষণায় জানান, মার্কিন স্পেস কমান্ড কলোরাডো থেকে সরিয়ে আলাবামার হান্টসভিলে স্থানান্তর করা হবে। তিনি শহরটিকে নতুন নামে আখ্যা দেন ‘রকেট সিটি’।

ট্রাম্প অভিযোগ করেন, বাইডেন প্রশাসন তার প্রশাসনের নেওয়া এই সিদ্ধান্ত ‘অন্যায়ভাবে’ বাধাগ্রস্ত করেছে। তিনি বলেন, আমরা হান্টসভিলকেই বেছে নিয়েছিলাম, কিন্তু বাইডেন প্রশাসন সেটিকে আটকে দেয়।

প্রেস কনফারেন্সে ট্রাম্প দাবি করেন, ক্যারিবিয়ান সাগরে ভেনেজুয়েলা থেকে আগত একটি মাদকবাহী নৌকায় হামলা চালানো হয়েছে। এইমাত্র, কয়েক মিনিট আগে, একটি মাদকবাহী নৌকা ধ্বংস করা হয়েছে। অনেক মাদক ছিল তাতে।

তবে কীভাবে এই হামলা চালানো হয়েছে, তা নিশ্চিত হওয়া যায়নি। জানা গেছে, ট্রাম্প প্রশাসনের নির্দেশে দক্ষিণ ক্যারিবিয়ানে মার্কিন যুদ্ধজাহাজ মোতায়েন রয়েছে, যা মাদক চোরাচালান ঠেকাতে কাজ করছে।

Scroll to Top