আমার ক্যারিয়ারের জন্য মূল অনুপ্রেরণা আকিরা কুরোসাওয়া: স্পাইক লি

আমার ক্যারিয়ারের জন্য মূল অনুপ্রেরণা আকিরা কুরোসাওয়া: স্পাইক লি

অস্কারজয়ী পরিচালক স্পাইক লি ক্যারিয়ারের পরবর্তী সিনেমার ঘোষণা দিয়েছেন। সেই সিনেমায় অভিনয় করবেন ডেনজেল ওয়াশিংটন। মঙ্গলবার রেড সি ফিল্ম ফেস্টিভ্যালে এই ঘোষণা দিয়েছেন তিনি। সৌদি আরবের এই উৎসবের প্রতিযোগিতা বিভাগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন স্পাইক লি।

ঘোষণায় এই পরিচালক জানান, তাঁর পরবর্তী সিনেমাটি জাপানের বিখ্যাত পরিচালক আকিরা কুরোসাওয়ার ক্রাইম থ্রিলার সিনেমা ‘হাই অ্যান্ড লো’ এর অনুপ্রেরণায় নির্মাণ করতে যাচ্ছেন। এ সময়ে তিনি বলেন, ‘কুরোসাওয়া আমার ক্যারিয়ারের মূল অনুপ্রেরণা। তাঁর সিনেমাগুলো একাধিকবার আমাকে ভাবিয়েছে। ক্যারিয়ারের শুরু থেকে আমি তাঁর সিনেমার অনুপ্রেরণায় কাজ করেছি।’

Scroll to Top