উপমহাদেশের উইকেট মানেই স্পিনারদের রাজত্ব। এশিয়ার বাইরে কোনো দেশ খেলতে আসলে সাধারণত স্পিন সহায়ক উইকেটেই খেলা হয়। বাংলাদেশেও সেই ভাবনা নিয়ে এসেছিল নিউজিল্যান্ড ক্রিকেট দল। তবে বাংলাদেশে আসার পর ধারণা পাল্টে গেছে কিউইদের। সিলেটের উইকেট প্রত্যাশার চেয়েও বেশি সবুজ বলে জানিয়েছেন নিউজিল্যান্ডের অলরাউন্ডার গ্লেন ফিলিপস।
বৃহস্পতিবার গণমাধ্যমকে তিনি বলেন, “বাংলাদেশে এ নিয়ে দ্বিতীয়বার এলাম, ২০১৬ সালে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ খেলতে এসেছিলাম। এখানে শেষবার যেমন ছিল, অনেকটা একরকমই। আমরা যেমন ভেবে এসেছিলাম, উইকেট তার চেয়ে বেশি সবুজ কিন্তু ম্যাচ শুরু হওয়ার আগে আরও চারদিন বাকি আছে। অনেক কিছুই বদলে যেতে পারে। আমরা সবকিছু মিলিয়ে প্রথম ম্যাচের জন্য প্রস্তুত”
দুই ম্যাচের টেস্ট সিরিজ দিয়েই বাংলাদেশ ও নিউজিল্যান্ডের টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন যাত্রা শুরু। টাইগারদের বিপক্ষে খেলোয়াড়টা মাঠে গিয়ে উপভোগ করবে এমনটাই চাওয়া ফিলিপসের। সেই সাথে ম্যাচ জিতে জয়ের মোমেন্টাম নিয়ে দেশে ফিরতে চান তিনি।
ফিলিপস বলেন, “টেস্ট চ্যাম্পিয়নশিপ রোমাঞ্চকর। প্রতিবার ফ্রেশ একটা টেস্ট চ্যাম্পিয়নশিপ শুরু করা দারুণ একটা ব্যাপার। আমি আশা করি ছেলেরা মাঠে গিয়ে প্রক্রিয়া মেনে চলবে, সময়টা উপভোগ করবে। যত বেশি সম্ভব ম্যাচ জিতবে। দেশের বাইরে সেটা জিততে পারা গুরুত্বপূর্ণ, যেন মোমেন্টামটা দেশে নিয়ে যেতে পারি”
আগামী ২৮ নভেম্বর সিলেটে শুরু হবে প্রথম টেস্ট। এরপর ঢাকায় ৬ ডিসেম্বর শুরু হবে দ্বিতীয় টেস্ট।