‘আমরা বাংলাদেশকে অনেক সম্মান করি…’

‘আমরা বাংলাদেশকে অনেক সম্মান করি…’
‘আমরা বাংলাদেশকে অনেক সম্মান করি…’

চেন্নাইয়ে দক্ষিণ আফ্রিকার কাছে ১ উইকেটে হেরে যাওয়ার পর এবার পাকিস্তানের প্রতিপক্ষ বাংলাদেশ। কোলকাতার ইডেন গার্ডেন্সে বাংলাদেশ ম্যাচের আগের দিন পাক হেড কোচ গ্র্যান্ট ব্র্যাডবার্ন বলে গেলেন, তারা বেশ ভালোভাবেই বাংলাদেশ দল সম্পর্কে জানে। টাইগারদের চ্যালেঞ্জ থেকে পাকিস্তানের সামনে বড় চ্যালেঞ্জ ইডেন গার্ডেন্সে খেলা। প্রোটিয়া ম্যাচের দুঃখ ভুলে বাংলাদেশ ম্যাচে ঘুরে দাঁড়াতে মুখিয়ে পাকিস্তান দল।

পাকিস্তানের প্রধান কোচ গ্র্যান্ট ব্র্যাডবার্ন ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে এসে বললেন, 

‘বাংলাদেশ সম্পর্কে আমরা ভালোভাবে জানি। এশিয়া কাপে তাদের বিরুদ্ধে খেলেছি। অতীতেও অনেক খেলেছি। ভেন্যুটা আমাদের জন্য নতুন, তবে আমরা প্রচুর হোমওয়ার্ক করেছি যাতে পরের ম্যাচগুলোতে নিজেদের সেরাটা দিতে পারি।’

এবারের বিশ্বকাপের পয়েন্ট টেবিলে পাকিস্তানের চেয়েও বেহাল দশা বাংলাদেশের। এখন পর্যন্ত নিজেদের খেলা ৬ ম্যাচে পাকিস্তান ২ জয় পেলেও বাংলাদেশের জয়ের সংখ্যা কেবল ১। তবুও বাংলাদেশকে সমীহর চোখেই দেখছেন পাক হেড কোচ। গ্র্যান্ট ব্র্যাডবার্নের মতো, বাংলাদেশের এই স্কোয়াডে আছে একাধিক তারকা ক্রিকেটার। 

বাংলাদেশের ক্রিকেটারদের সম্মানের চোখে দেখা পাকিস্তান দল নিজেদের প্রস্তুত করেছে ভালোভাবেই। গ্র্যান্ট ব্র্যাডবার্নের কণ্ঠে, 

‘টুর্নামেন্টের প্রতিটি দলই মানসম্পন্ন। আমরা জানি, ভালো খেলেই জিততে হবে। ভালো খেললে যেকোনো দলকে হারাতে পারব। আমরা বাংলাদেশকে অনেক সম্মান করি। তাদের অনেক কোয়ালিটি ক্রিকেটার আছে। আমরা বাংলাদেশের মুখোমুখি হতে ভালোভাবে প্রস্তুত।’

বিশ্বকাপের প্রথম দুই ম্যাচে দারুণভাবে জয় পেয়েছিল পাকিস্তান। কিন্তু হঠাৎ করেই ছন্দটা হারিয়ে ফেলেছে বিশ্বকাপ জয়ের স্বপ্ন নিয়ে ভারতে পা রাখা পাকিস্তান। এখন তাদের সেমিফাইনালে ওঠাই হয়ে পড়েছে অনিশ্চিত। হাতে আছে তিনটি ম্যাচ, সব কটি ম্যাচ জয়ের পর তাকিয়ে থাকতে হবে অন্য দলগুলোর দিকে। নিজেদের অবস্থান জানাতে গিয়ে গ্র্যান্ট ব্র্যাডবার্ন বলেন,

‘আমরা এমন এক অবস্থায় পড়ে গেছি যেখানে আমরা থাকতে চাইনি। যা আমাদের নিয়ন্ত্রণে নেই তা নিয়ে ভেবে তো আর লাভ নেই। আমরা ভালো প্রস্তুতি নিয়ে, নিজেদের সেরাটা দিয়ে শেষ ৩ ম্যাচ খেলতে চাই। এটা অবশ্যই কষ্টদায়ক। ছেলেরা কালকের সুযোগ কাজে লাগাতে মুখিয়ে আছে।’

Scroll to Top