আমরা গাজা হতে চাই না, সংস্কার কী বুঝি না, নির্বাচনের রোডম্যাপ দেন – DesheBideshe

আমরা গাজা হতে চাই না, সংস্কার কী বুঝি না, নির্বাচনের রোডম্যাপ দেন – DesheBideshe


আমরা গাজা হতে চাই না, সংস্কার কী বুঝি না, নির্বাচনের রোডম্যাপ দেন – DesheBideshe

ঠাকুরগাঁও, ২৯ এপ্রিল – বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সংস্কার কী, আমি বুঝি না। আমি বুঝি গণতন্ত্র, আমি বুঝি মানুষের অধিকার। ড. ইউনূস সরকারের প্রধান দায়িত্ব একটা নির্বাচন করা। সবাই মিলে আমরা এই সরকারকে দায়িত্ব দিয়েছি।

সোমবার (২৮ এপ্রিল) সন্ধা ৬ টার দিকে ঠাকুরগাঁও সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের খাগড়াবাড়ি শেখ বাজারে গণসংযোগের অংশ হিসেবে পথসভায় এসব মন্তব্য করেন তিনি।

মির্জা ফখরুল বলেন,  অধ্যাপক ইউনুস অনেক জ্ঞানী ও নোবেলবিজয়ী মানুষ তবে রাজনীতিবিদ নন।  গত ১৫ বছর দেশের মানুষ ভোট দিতে পারেনি।  এখন একটা সুযোগ সৃষ্টি হয়েছে। দেশের স্বার্থে, মানুষের নিরাপত্তার স্বার্থে নির্বাচন দেওয়া আপনাদের প্রধান কর্তব্য। সংস্কারের পাশাপাশি নির্বাচনের ব্যবস্থা করা আপনাদের উচিত। নির্বাচনের সঠিক দিনক্ষণ ও সঠিক রোডম্যাপ দেন অতিশিঘ্রই। এদেশের মানুষ তাদের নিজস্ব সরকার দেখতে চায়।  বর্তমানে এমপি নাই, সমস্যা হলে কার কাছে যাবেন।  এ জন্য আমরা বারবার করে বলছি, সংস্কারটাও হউক, নির্বাচনটাও হোক।

যুদ্ধ বিধ্বস্ত মিয়ানমারের রাখাইন রাজ্যে বাংলাদেশ থেকে ‘মানবিক করিডর’ দেওয়ার ব্যাপারে সরকারের যে ‘নীতিগত সিদ্ধান্ত’ নিয়েছে তাতে দেশের ‘স্বাধীনতা-সার্বভৌমত্ব হুমকির’ মুখে পড়বে বলে মন্তব্য করে তিনি বলেন, মানুষকে সাহায্য করার বিষয়ে বিএনপির কোনো আপত্তি নেই। কিন্তু এটা হতে হবে সব মানুষের সমর্থনে।  আমরা আরেকটা গাজায় পরিণত হতে চাই না।  আমরা যুদ্ধের মধ্যে জড়াতে চাই না।  এখানে এসে অন্য কেউ গোলমাল করুক চাই না।  একে তো রোহিঙ্গা নিয়ে সমস্যায় আছি।

তিনি বলেন, অনেক নির্যাতন হয়েছে, রক্তপাত ঘটেছে।  আসুন সব প্রতিহিংসা বাদ দিয়ে আমরা একটা সুন্দর বাংলাদেশ গড়ি।  সবাই মিলে সুন্দর একটি বাংলাদেশ গড়ে তোলারও আহবান জানান তিনি।

এ সময় জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সল আমিন, সদর উপজেলা বিএনপির সভাপতি আব্দুল হামিদ, সাধারণ সম্পাদক মাহাবুব হোসেন তুহিনসহ দলের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সূত্র: আরটিভি নিউজ
আইএ/ ২৯ এপ্রিল ২০২৫



Scroll to Top