এই খবরটি পডকাস্টে শুনুনঃ
রোজায় লোডশেডিং মুক্ত রাখার পরিকল্পনা নেওয়া হয়েছে উল্লেখ করে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মোহাম্মদ ফাওজুল কবির খান বলেছেন, আমদানি করা গ্যাসের উপর নির্ভর করে আসন্ন রমজানে বিদ্যুৎ সরবরাহের উদ্যোগ নেয়া হয়েছে।
বুধবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে বিদ্যুৎ ভবনে রমজান মাসে বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহ পরিস্থিতি নিয়ে আন্তঃমন্ত্রণালয় সভা শেষে ব্রিফিংয়ে তিনি বলেন, প্রয়োজনীয় গ্যাস আমদানি করতে অর্থ সরবরাহের নিশ্চয়তা দিয়েছে অর্থ মন্ত্রণালয়।
উপদেষ্টা বলেন, রমজান মাসকে লোডশেডিং মুক্ত রাখতে সব ধরনের চেষ্টা করা হবে। চাহিদা ও জোগানের মধ্যে এমন ভারসাম্য রাখা হবে, যাতে কোনো ত্রুটি না হয়। তবে গ্রীষ্ম মৌসুমে ৭০০ থেকে ১৪০০ মেগাওয়াট লোডশেডিং করতে হতে পারে।
তিনি বলেন, যারা নতুন সংযোগ কিংবা শিল্প কারখানায় অতিরিক্ত গ্যাসের লোড চাইবেন তাদের ক্ষেত্রে বিইআরসির প্রস্তাবিত নতুন গ্যাসের দাম কার্যকর হবে।
এক প্রশ্নের জবাবে উপদেষ্টা জানান, অনেক চাপ থাকার পরও এই মুহূর্তে সরকারের বিদ্যুতের দাম বাড়ানোর কোনো পরিকল্পনা নেই। তবে গ্যাসের দাম নতুন শিল্পে বাড়বে, বিদ্যমান শিল্পে আগের দর থাকবে বলেও উল্লেখ করেন তিনি।