আমদানির খবরে কমেছে পেঁয়াজের দাম

আমদানির খবরে কমেছে পেঁয়াজের দাম

রংপুরের বাজারে এক সপ্তাহের ব্যবধানে কাঁচামরিচের দাম বেড়েছে উল্লেখযোগ্য হারে। এর পাশাপাশি বেগুনসহ আরও কিছু সবজির দামেও ঊর্ধ্বগতি লক্ষ্য করা গেছে। তবে আমদানির খবর ছড়িয়ে পড়ায় পেঁয়াজের দামে সামান্য কমতি এসেছে। এদিকে পোলট্রি মুরগি ও ডিমের দামেও কিছুটা হ্রাস দেখা গেছে। অন্যদিকে চাল, ডাল, তেল, মাছ ও মাংসের বাজার এখনো স্থিতিশীল রয়েছে।

আমদানির খবরে কমেছে পেঁয়াজের দামআমদানির খবরে কমেছে পেঁয়াজের দাম

মঙ্গলবার (১৯ আগস্ট) রংপুর নগরীর বিভিন্ন বাজার পরিদর্শন করে দেখা যায়, ফার্মের মুরগির ডিমের হালি যেখানে গত সপ্তাহে ৪৮-৫০ টাকায় বিক্রি হচ্ছিল, এখন তা কমে ৪৬-৪৮ টাকায় নেমে এসেছে। পেঁয়াজের দামও কিছুটা কমে প্রতি কেজি ৬৫-৭০ টাকায় বিক্রি হচ্ছে, যা গত সপ্তাহে ছিল ৭২-৮০ টাকা। তবে কাঁচামরিচের দাম ২০০-২২০ টাকা থেকে বেড়ে সর্বোচ্চ ২৪০ টাকা কেজিতে পৌঁছেছে।

লালবাগ বাজারের পেঁয়াজ বিক্রেতা সুমন জানান, “পেঁয়াজ আমদানির খবর বাজারে আসার পর থেকেই দাম সামান্য কমেছে। এখন সর্বোচ্চ ৭০ টাকায় পেঁয়াজ বিক্রি হচ্ছে।”

Scroll to Top