এই সংগ্রহের নাম রাখা হয়েছে উয়োমেন। এর মধ্য দিয়ে ডলচে ও গাবানা নারীত্ব, নারীর সহজাত দৈহিক সৌন্দর্য ও শক্তিশালী রহস্যময়তাকে সম্মান জানিয়েছেন। সাদা, কালো, ন্যুড—মাত্র তিনটি রং ব্যবহার করে দারুণ মুনশিয়ানায় আকর্ষণীয় সব পোশাক তৈরি করেছেন তাঁরা। পোশাকের কাটে সংগ্রহের আসল তারকা। ডলচে ও গাবানা ঊর্ধ্বাঙ্গের বাস্টিয়ার ও কোরসেটকে নতুনভাবে উপস্থাপন করেছেন। হল্টার নেক গাউন, ডিকন্সট্রাক্ট করা স্যুট, ওভারকোট, আল্ট্রা শর্টস টপ জ্যাকেট সেট—সবই ছিল মুগ্ধ করার মতো। এখানে আভিজাত্য ও আবেদন সব যেন এক সুতায় গাঁথা পড়েছে।
আভিজাত্য আর আবেদনময়তায় পরিপূর্ণ ডলচে অ্যান্ড গাবানার নতুন সংগ্রহ
- Tags : অযনড, আবদনময়তয়, আভজতয, আর, গবনর, ডলচ, নতন, পরপরণ, সগরহ
Recent Posts
টাইগারদের অধিনায়ক নিয়ে সিদ্ধান্ত ডিসেম্বরের পরে | চ্যানেল আই অনলাইন
December 21, 2024
জামালপুরে উৎসবমুখর জামাই মেলায় দর্শনার্থীদের ঢল
December 21, 2024