আবু সাঈদ হত্যা মামলার দ্বিতীয় দিনের শুনানি আজ | চ্যানেল আই অনলাইন

আবু সাঈদ হত্যা মামলার দ্বিতীয় দিনের শুনানি আজ | চ্যানেল আই অনলাইন

জুলাই মাসের ঐতিহাসিক গণঅভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাঈদ হত্যা মামলায় দ্বিতীয় দিনের শুনানি আজ মঙ্গলবার (২৯ জুলাই)। এদিন আসামিপক্ষের আইনজীবীরা আদালতে তাদের বক্তব্য উপস্থাপন করবেন।

মঙ্গলবার সকালে মামলার ছয়জন আসামি রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর শরিফুল ইসলাম, সাবেক এএসআই আমির হোসেনসহ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ হাজির হন।

এর আগের দিন, সোমবার (২৮ জুলাই) চিফ প্রসিকিউটর আদালতে অভিযোগ পড়ে শোনান। তিনি আদালতে বলেন, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড, যেখানে বিশ্ববিদ্যালয় প্রশাসন, ছাত্রলীগ এবং পুলিশ যৌথভাবে আবু সাঈদকে হত্যা করে। এরপর প্রকৃত ঘটনা ধামাচাপা দিতে বারবার পরিবর্তন করা হয় ময়নাতদন্ত প্রতিবেদনে এবং উল্টো আসামি করা হয় সাঈদের সহযোদ্ধাদের।

মামলায় আগেই (২২ জুলাই) ট্রাইব্যুনাল-২, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও রংপুরের সাবেক পুলিশ কমিশনারসহ ২৪ জনকে পলাতক ঘোষণা করে।

প্রসিকিউশন গত ৩০ জুন মামলার আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে, যা ট্রাইব্যুনাল আমলে নেয়।

Scroll to Top