আবু সাঈদ হত্যা মামলায় অভিযুক্ত পুলিশ কর্মকর্তা মোহাম্মদ আরিফুজ্জামানকে পশ্চিমবঙ্গের ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্ত থেকে গ্রেপ্তার করেছে বিএসএফ।
রোববার (২৪ আগস্ট) পশ্চিমবঙ্গের এক আদালত ১৪ দিনের জেল হেফাজতে পাঠিয়েছে। এর আগে শনিবার রাতে পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার স্বরূপনগর থানা এলাকার বিথারী সীমান্তে তাকে আটক করা হয় তকে।
আটকের পর পশ্চিমবঙ্গ পুলিশের স্বরূপনগর থানার হাতে তুলে দেওয়া হয়।
আরিফুজ্জামান গতবছর রংপুরে কর্মরত অবস্থায় ছিলেন এবং আবু সাঈদ হত্যা মামলায় অভিযুক্ত। গত বছরের ১৪ অগাস্টের পর থেকেই তিনি কর্মস্থলে অনুপস্থিত ছিলেন এবং তার মধ্যেই তাকে ময়মনসিংহের মুক্তাগাছায় এপিবিএন-২ এর সহকারী পুলিশ কমিশনার পদে বদলি করা হয়। তবে তিনি তার নতুন কর্মক্ষেত্রেও যোগ দেননি।
এবছর ১৪ অগাস্ট স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়।
সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, শনিবার পশ্চিমবঙ্গের স্বরূপনগর থানার হেফাজতে তাকে দীর্ঘক্ষণ জেরার পরে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগ আনা হয়েছে বিদেশী আইনের ১৪ নম্বর ধারা অনুযায়ী।
আজ রোববার তাকে বসিরহাট মহকুমা আদালতে তোলা হলে বিচারক তাকে ১৪ দিনের জেল হেফাজতে পাঠিয়েছেন।
বিএসএফ এবং পশ্চিমবঙ্গ পুলিশ এই আটকের ব্যাপারে কোনও মন্তব্য করতে চায়নি। আবার কলকাতায় বাংলাদেশের উপদূতাবাসকেও রোববার সন্ধ্যা পর্যন্ত এই গ্রেপ্তারির বিষয়ে কিছু জানানো হয়নি বলে দূতাবাসের সূত্রগুলো জানিয়েছে।