<![CDATA[
ময়মনসিংহ স্টেডিয়ামে বাংলাদেশ পুলিশের বিপক্ষে গোলশূন্য ড্র করেছে ঢাকা আবাহনী। এদিকে দিনের আরেক ম্যাচে মুন্সিগঞ্জে আজমপুর ফুটবল ক্লাবের বিপক্ষে ১-০ ব্যবধানে জয় পেয়েছে রহমতগঞ্জ। এ নিয়ে টানা তিন ম্যাচ হেরে পয়েন্টহীন রইলো আজমপুর।
বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলে জমে উঠেছে টেবিলের লড়াই। শনিবার (৭ জানুয়ারি) রফিক উদ্দীন ভূইয়া স্টেডিয়ামে বাংলাদেশ পুলিশের বিপক্ষে ম্যাচে বেশ নির্ভার ছিলো মারিও লেমোসের দল।
ম্যাচের শুরু থেকে চলতে থাকে দু’দলের আক্রমণ আর পালটা আক্রমণ। ম্যাচের ১২ মিনিটে পুলিশের রবিউল দারুণ এক শট নিলেও আবাহনীর গোলরক্ষক তা রুখে দেন । প্রথমার্ধে লিড নিতে মরিয়া হয়ে খেলতে থাকে আকাশী নীল বাহিনী। তবে, বাংলাদেশ পুলিশের রক্ষণদুর্গ ভাঙ্গতে না পারায় স্কোরবোর্ডে নাম তোলা হয়নি কিংসলে-জীবনদের। বেশ কয়েকটি গোলের সুযোগ মিস করায় গোলশূন্য থেকেই শেষ হয় প্রথমার্ধ।
আরও পড়ুন:আবাহনী-মোহামেডান মুখোমুখি
বিরতির পর মাঠে নেমে আবারো গোল পেতে মরিয়া হয় মারিও লেমোসের দল। তবে, পুলিশের শক্ত রক্ষণভাগের কাছে বারবার অসহায় আত্মসমর্পন করতে হয়েছে জীবনদের। ৫৯ মিনিটে এলিটা কিংসলের নেয়া শট পোস্টের বাইরে দিয়ে চলে যাওয়ায় সুযোগ হাতছাড়া হয় লেমোস বাহিনীর।
ম্যাচের ৮৯ মিনিটে ফ্রি কিক পায় পুলিশ, তবে মালিকভের স্পট কিক ফিরিয়ে দেন সোহেল। খেলা গড়ায় অতিরিক্ত সময়ে। সেখানেও গোলের দেখা পায়নি ঢাকা আবাহনী। শেষ পর্যন্ত গোলশূণ্য ড্র নিয়ে মাঠ ছাড়ে আবাহনী ও বাংলাদেশ পুলিশ।
এদিকে, দিনের আরেক ম্যাচে মুন্সিগঞ্জে আজমপুর ফুটবল ক্লাবের বিপক্ষে লড়েছে রহমতগঞ্জ। ম্যাচের শুরু থেকেই আধিপত্য বিস্তার করে খেলেছে রহমতগঞ্জ। ম্যাচের প্রথমার্ধে লিড নেয়া হয়নি কারোই। গোলশূন্য থেকে বিরতিতে যায় দু’দল।
আরও পড়ুন:ডোরিয়েলটনের জোড়া গোলে টানা চতুর্থ জয় বসুন্ধরার
দ্বিতীয়ার্ধে মাঠে নেমে জয়ের নেশায় মেতে ওঠে রহমতগঞ্জ। আসরে এখন পর্যন্ত একটিতেও জয় পায়নি গোলাম জিলানির শীষ্যরা। তাই, এ ম্যাচে জয় পেতে ঘরের মাঠে আক্রমণ আর পালটা আক্রমণে খেলা চালিয়ে যেতে থাকে।
ম্যাচের ৭৮ মিনিটে হিনেস্টরোজার গোলে লিড নেয় স্বাগতিকরা। ১-০তে এগিয়ে যায় তারা। আজমপুর কোনো গোল শোধ দিতে না পারলে ১-০ ব্যবধানেই জয় নিয়ে মাঠ ছাড়ে স্বাগতিক রহমতগঞ্জ। এ জয়ে পূর্ণ তিন পয়েন্ট তুলে তারা।
রহমতগঞ্জের বিপক্ষে হারায় এখন পর্যন্ত কোনো পয়েন্ট তুলতে পারেনি আজমপুর।
]]>