আবারও পর্দায় ‘জিম’ ফিরছে কি, যা জানালেন জন আব্রাহাম

আবারও পর্দায় ‘জিম’ ফিরছে কি, যা জানালেন জন আব্রাহাম

এদিন জন আব্রাহাম স্বীকার করেন, বলিউডে খুব সহজেই একঘেয়ে চরিত্রে টাইপকাস্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তাঁর কাছে জানতে চাওয়া হয়, ‘পাঠান’-এর পর কি আরও নেতিবাচক চরিত্রের প্রস্তাব এসেছে? মজার ছলে জন বলেন, ‘দক্ষিণ থেকে, উত্তর থেকে, পূর্ব থেকে, সব জায়গা থেকে প্রস্তাব এসেছে।’

মাত্র পাঁচ থেকে সাত সেকেন্ডের মধ্যে সেসব প্রস্তাব ফিরিয়েও দেন জন। অভিনেতা বলেন, ‘আমার বাবা আমাকে শিখিয়েছিলেন “না বলতে শেখো, যেমন সহজে হ্যাঁ বলতে পারো।” তাই আমি “না” বলি, ব্যস!’

Scroll to Top