আবারও চোটে নেইমার | চ্যানেল আই অনলাইন

আবারও চোটে নেইমার | চ্যানেল আই অনলাইন

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

দুই বছরের চুক্তিতে পিএসজি ছেড়ে সৌদি প্রো লিগের ক্লাব আল হিলালে গিয়েছিলেন নেইমার। চোটের কারণে সেখানে দেড় বছরই মাঠের বাইরে ছিলেন ব্রাজিলীয় তারকা। চুক্তি বাতিল করে ফিরেছেন শৈশবের ক্লাব সান্তোসে। তবে দুর্ভাগ্য পিছু ছাড়ছে না তার। সান্তোসের হয়ে কয়েক সপ্তাহ খেলার পর আবারও চোটের কবলে পড়েছেন ৩৩ বর্ষী ফরোয়ার্ড।

ব্রাজিলের ঘরোয়া প্রতিযোগিতা ক্যাম্পেওনাতো পলিস্তার সেমিফাইনালে করিন্থিয়ান্সের বিপক্ষে সোমবার ২-১ গোলে হেরে বিদায় নেয় নেইমারের সান্তোস। টুর্নামেন্টজুড়ে দারুণ খেলা নেইমার এদিন ছিলেন বেঞ্চে।

তার অনুপস্থিতির কারণ দলের পক্ষ থেকে নিশ্চিত করে কিছু বলা হয়নি। ইতালিয়ান সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো জানাচ্ছেন, নতুন করে চোট পেয়েছেন তারকা ফরোয়ার্ড। সামাজিক যোগাযোগ মাধ্যমে রোমানো জানান, ‘নেইমার জুনিয়র অস্বস্তি বোধ করছিলেন, সে কারণে গত রাতে সান্তোস স্কোয়াডে ছিলেন না।’

পরে নেইমার নিজেও জানান চোটের কথা, ‘দুর্ভাগ্যবশত গত কয়েক সপ্তাহে কিছুটা ব্যথা অনুভব করি। সত্যিই দলকে সাহায্য করতে চেয়েছিলাম, এরপর সকালে আমরা কিছু পরীক্ষা করাই, কিন্তু এরপর আবার ব্যথা অনুভব করি।’

পরে জানা যায়, ম্যাচের দিন সকালে ঊরুর মাংসপেশিতে অস্বস্তি বোধ করছিলেন, যে কারণে ম্যাচ থেকে নিজেকে সরিয়ে নেন নেইমার।

Scroll to Top