চট্টগ্রাম ব্যুরো:
আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আবারও সংঘর্ষে জড়িয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের দুই গ্রুপ। বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) রাত সাড়ে আটটার পর শাহ জালাল ও শাহ আমানত হলের সামনে এ ঘটনা ঘটে।
জানা যায়, রাত সাড়ে আটটার দিকে বিশ্ববিদ্যালয় রেলস্টেশন চত্বরে শাটল ট্রেনের বগিভিত্তিক সংগঠন সিক্সটি নাইনের কর্মীরা আরেক বগিভিত্তিক সংগঠন সিএফসির এক কর্মীকে মারধর করে। এ ঘটনার জের ধরে শাহ জালাল ও শাহ আমানত হলের সামনে ছাত্রলীগের এই দু’পক্ষের ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষ বাঁধে। পরে পুলিশ গিয়ে দু’পক্ষকে সরিয়ে দেয়। রাত সাড়ে ৯টায় এ প্রতিবেদন লেখার সময় ছাত্রলীগের পক্ষ দুটি শাহজালাল ও শাহ আমানত হলের সামনে অবস্থান করছে।
এর আগে, দুপুরেও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়ের সোহরাওয়ার্দী ও আলাওল হলের সামনে দফায় দফায় সংঘর্ষে জড়ায় বগিভিত্তিক সংগঠন সিক্সটি নাইন ও বিজয় গ্রুপের নেতা কর্মীরা। দিনভর ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনায় অন্তত ১৫ জন আহত হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। দিনভর থমথমে অবস্থা বিরজ করছে ক্যাম্পাসে।
/এনকে