যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ সমর্থকদের মধ্যে ‘বিদেশি কর্মীদের জন্য বিশেষায়িত ভিসা কর্মসূচি এইচ-১বি’ নিয়ে বিরোধ দেখা দিয়েছে।
সোমবার (৩১ ডিসেম্বর) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়, ট্রাম্প এই ভিসা কর্মসূচির পক্ষে অবস্থান করলেও বিরোধ দেখা দিয়েছে তার ঘনিষ্ঠ সমর্থদের মাঝে।
প্রতিবেদনে বলা হয়, নতুন বছরের শুরুতে দায়িত্ব নিতে যাওয়া ট্রাম্পের ঘনিষ্ঠ সমর্থকদের একাংশ এইচ-১বি ভিসা প্রোগ্রামকে যুক্তরাষ্ট্রে পেশাদার প্রতিভা আকর্ষণ করার জন্য একটি প্রয়োজনীয় হাতিয়ার হিসেবে উল্লেখ করছে। তবে অন্যদল এটিকে উপহাস করে মার্কিন শ্রমিকদের উপর একটি বোঝা হিসেবে দেখছে।
ট্রাম্পের ঘনিষ্ঠদের মধ্যে ইলন মাস্ক ও বিবেক রামাস্বামী এইচ-১বি ভিসার পক্ষে কথা বলছেন। এরমধ্যে ইলন মাস্ক এইচ-১বি ভিসার পক্ষে সবচেয়ে জোরালো সমর্থন দেখিয়েছেন। তিনি নিজেও এই ভিসার মাধ্যমেই যুক্তরাষ্ট্রে কাজ শুরু করেছিলেন। বিগত দিনগুলোতে এই ভিসার গুরুত্ব নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র সমর্থন ব্যক্ত করেন তিনি।
গত শুক্রবার মাস্ক লেখেন, ‘এইচ-১বি ভিসা নিয়ে আমি যুদ্ধ করতে প্রস্তুত। এ কারণেই আমি আমেরিকায় আছি এবং এর মাধ্যমেই স্পেসএক্স, টেসলার মতো শত শত প্রতিষ্ঠান গড়ে উঠেছে।’
তবে এই সমর্থন ট্রাম্পের কিছু অনুগত ও সমর্থকের মধ্যে ক্ষোভ তৈরি করেছে। ট্রাম্পের সাবেক সহযোগী স্টিভ ব্যানন তার পডকাস্টে এই ভিসা প্রোগ্রামকে ‘প্রতারণা’ বলে আখ্যা দিয়েছেন।
এছাড়া অনলাইনে সমালোচকদের মধ্যে একাংশের দাবি, এই ধরনের কর্মীদের বেতন বাৎসরিক ২ লাখ ডলার বা তারও কম। সমালোচকেরা যুক্তি দেন, এই নিয়োগগুলো কোনো অভিজাত প্রতিভা গোষ্ঠী নয়, বরং মার্কিন কর্মীদের বেতন কমিয়ে রাখার একটি ফন্দি।
তবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট-নির্বাচিত ডোনাল্ড ট্রাম্প শনিবার বিদেশি কর্মীদের জন্য বিশেষায়িত ভিসা কর্মসূচি (এইচ-১বি) নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করেছেন। নিউইয়র্ক পোস্টকে দেওয়া এক সাক্ষাৎকারে এই ভিসা কর্মসূচির প্রতি তিনি সমর্থন প্রকাশ করেন। ট্রাম্প বলেন, ‘আমি সব সময় এই ভিসার পক্ষে ছিলাম। এ কারণেই আমাদের এই ভিসা প্রোগ্রাম রয়েছে। এটি একটি অসাধারণ কর্মসূচি।’
প্রতি বছর কত লোক অনুমোদিত হয়?
দক্ষ কর্মীদের জন্য ১৯৯০ সালে যুক্তরাষ্ট্র এইচ-১বি ভিসা চালু করে। এ ভিসা সাধারণত তিন বছরের জন্য মঞ্জুর করা হয়, তবে ছয় বছর পর্যন্ত বাড়ানো যেতে পারে।
২০০৪ সাল থেকে জারি করা নতুন এইচ-১বি ভিসার সংখ্যা প্রতি বছর ৮৫ হাজারে সীমাবদ্ধ করা হয়। যার মধ্যে ২০ হাজার মার্কিন বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি শিক্ষার্থীদের জন্য সংরক্ষিত।
লোকেরা শুধুমাত্র একটি এইচ-১বি ভিসার জন্য আবেদন করতে পারে যদি তাদের একটি মার্কিন ভিত্তিক স্পনসর কোম্পানি বা প্রতিষ্ঠানের সাথে লাইন আপ থাকে। মার্কিন সরকার যারা ইতোমধ্যে দেশে কাজ করছে তাদের জন্য এক্সটেনশন অনুমোদন করে।