দলে যাওয়া-আসার মধ্যে থাকা ফাহিম ১৬ টেস্ট খেলে ২৪ উইকেট নেওয়ার পাশাপাশি ব্যাট হাতে করেছেন ৬৭৩ রান। কোনো শতক না থাকলেও করেছেন ৪টি অর্ধশতক। পাকিস্তানের হয়ে ৪টি টি–টোয়েন্টি খেলা আমির আছেন টেস্ট ও ওয়ানডে অভিষেকের অপেক্ষায়। ২৭টি প্রথম শ্রেণির ম্যাচ খেলে ৭৬ উইকেট নিয়েছেন তিনি, করেছেন ৬৫৩ রান।
অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে পাকিস্তান দল: শান মাসুদ (অধিনায়ক), আমির জামাল, আবদুল্লাহ শফিক, আবরার আহমেদ, বাবর আজম, ফাহিম আশরাফ, হাসান আলী, ইমাম–উল–হক, খুররম শেহজাদ, মির হামজা, মোহাম্মদ রিজওয়ান (উইকেটকিপার), মোহাম্মদ ওয়াসিম, নোমান আলী, সাইম আইয়ুব, সালমান আগা, সরফরাজ আহমেদ (উইকেটকিপার), সৌদ শাকিল ও শাহিন শাহ আফ্রিদি।