আফগানিস্তানে ট্রাক-মোটরসাইকেলের সংঘর্ষে শিশুসহ নিহত ৭৩

আফগানিস্তানে ট্রাক-মোটরসাইকেলের সংঘর্ষে শিশুসহ নিহত ৭৩

আফগানিস্তানের হেরাত প্রদেশে যাত্রীবাহী বাসের সাথে ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষের ঘটনায় ১৭ শিশুসহ ৭৩ জন নিহত হয়েছেন। ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষের পর বাসটিতে আগুন ধরে যায়। মঙ্গলবার (১৯ আগস্ট) সন্ধ্যার দিকে হেরাতের গুজারা শহরে এই দুর্ঘটনা ঘটে।

বুধবার (২০ আগস্ট) সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

পুলিশ জানিয়েছে, ইরান থেকে বিতাড়িত আফগানরা বাসটিতে করে আফগানিস্তানের কাবুলের দিকে ফিরছিলেন।

নিহতদের সবাই আফগান নাগরিক। বাসটির বেপরোয়া গতি এবং চালকের অসতর্কতার কারণেই এই দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। সীমান্ত ক্রসিং পয়েন্ট ইসলাম কালা থেকে যাত্রীরা গাড়িতে উঠেছিলেন।

ইরানের স্বরাষ্ট্রমন্ত্রী এস্কান্দার মোমেনি সোমবার ঘোষণা দেন, আগামী মার্চের মধ্যে আরও ৮ লাখ অবৈধ আফগানকে ইরান ত্যাগ করতে হবে। এই ঘোষণার পরদিনই এই ঘটনা ঘটেছে।

Scroll to Top