আফগানিস্তানের বিপক্ষে প্রথমবারের মতো টি-টোয়েন্টিতে সিরিজ জিতেছে বাংলাদেশ। ঘরের মাটিতে দুই ম্যাচ সিরিজের দুটিতেই জিতে সিরিজ নিজেদের করে নেয় সাকিব আল হাসানের দল। রশিদ খানের দলকে হারানোর এই আত্মবিশ্বাস আসন্ন এশিয়া কাপ ও বিশ্বকাপে কাজে লাগবে বলে মনে করেন বিশ্বসেরা এই অলরাউন্ডার।
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে সাকিব বলেন, “দেখুন বেশিরভাগ ওডিআই টিমের প্লেয়াররা এখানে বা টি-টোয়েন্টি টিমের প্লেয়াররা ওডিআই টিমে। তাই এই আত্মবিশ্বাসটা ওরা নিয়ে যেতেই পারে, যেহেতু এশিয়া কাপে ও বিশ্বকাপে প্রথম ম্যাচে ফেইস করবো। এই আত্মবিশ্বাসটা যদি নিয়ে যেতে পারি তাহলে আমাদের জন্যই ভালো হবে। এখানকার ৮০-৯০ ভাগ প্লেয়াররাই ওডিআই টিমে খেলবে। তাই আমি মনে করি, এশিয়া কাপের আগে, তাদের জন্য এইটা বড় কনফিডেন্স বুস্ট আপ।”
আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টিতে সিরিজ জিতে নিজের ভালো লাগার কথাও জানান বাংলাদেশের টি-টোয়েন্টি ও টেস্ট দলের অধিনায়ক। তিনি বলেন, “অবশ্যই ভালো লাগছে, কারণ ওদের সাথে টি-টোয়েন্টিতে খুব একটা ভালো রেজাল্ট ছিলো না এর আগ পর্যন্ত। তো যেহেতু এইরকম একটা সিরিজ জিততে পারলাম, এইরকম কন্ডিশনে স্পেশালি। আমার কাছে মনে হয়, এইটা সামনের দিকে আমাদের কনফিডেন্স দেবে ভালো কিছু করার জন্য।”