আফগানদের বিপক্ষে ম্যাচ বয়কট সমাধান নয়: বাটলার | চ্যানেল আই অনলাইন

আফগানদের বিপক্ষে ম্যাচ বয়কট সমাধান নয়: বাটলার | চ্যানেল আই অনলাইন

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরাতে হতে চলা চ্যাম্পিয়ন্স ট্রফিতে আফগানিস্তান দলকে বয়কটের আহ্বান জানিয়েছিলেন বৃটিশ রাজনীতিবিদরা। ইংলিশদের পর আফগানদের বয়কটের ডাক দিয়েছিলেন সাউথ আফ্রিকার ক্রীড়ামন্ত্রী গেইটন ম্যাকেঞ্জিও। সেই পথে পা বাড়াবে না ইংল্যান্ড, জানিয়েছেন অধিনায়ক জশ বাটলার।

সম্প্রতি ১৬০ ব্রিটিশ রাজনীতিবিদ আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ বয়কটের আহ্বান জানিয়েছেন। আফগানিস্তানে তালেবান শাসনে মেয়েদের প্রতি বৈষম্যের প্রতিবাদে বয়কটের আহ্বান জানান সাউথ আফ্রিকার ক্রীড়ামন্ত্রী ম্যাকেঞ্জি। লাহোরে আফগানিস্তান-ইংল্যান্ড ম্যাচটা হওয়ার কথা ২৬ ফেব্রুয়ারি।

প্রসঙ্গে ইংলিশ কাপ্তান বাটলারের মনোভাব, ‘এধরনের রাজনৈতিক পরিস্থিতিতে আসলে খেলোয়াড় হিসেবে যতটা তথ্য রাখা যায়। এই বিষয়ে বিশেষজ্ঞরা সবচেয়ে বেশি খবর রাখেন। তাই এসব নিয়ে ইসিবির ম্যানেজিং ডিরেক্টর রব কি এবং উপরের লোকদের সঙ্গে কথা বলেছি যে, তারা ব্যাপারটা কীভাবে দেখে। সেখানে আমার মনে হয়েছে, বয়কট এক্ষেত্রে সমাধান নয়।’

‘খেলোয়াড়ের বিষয়টি নিয়ে মোটেও চিন্তিত নই। বিষয়গুলো সম্পর্কে আপনাকে জানতে হবে, বোঝার চেষ্টা করতে হবে। এ সম্পর্কে কিছু ভালো জিনিস লেখা হয়েছে যা খেয়াল করেছি এবং বিশেষজ্ঞ মতামত সংগ্রহ করার চেষ্টা করার জন্য বেশ কয়েকজনের সাথে কথা বলেছি।’

GOVT

‘এধরনের পরিস্থিতিতে সেই বিশেষজ্ঞদের অনুসরণ করছি, কিন্তু একজন খেলোয়াড় হিসেবে চাইতে পারেন না যে রাজনৈতিক পরিস্থিতি খেলাধুলায় প্রভাব ফেলুক। আমরা আশা করি চ্যাম্পিয়ন্স ট্রফিতে যাবো এবং সেই খেলাটি খেলব এবং সত্যিই একটি ভালো টুর্নামেন্ট হবে।’

Scroll to Top