আন্দোলনে প্রাণঘাতী অস্ত্র ব্যবহার ও নির্বিচারে গুলি চালানোর নির্দেশ দেন শেখ হাসিনা – DesheBideshe

আন্দোলনে প্রাণঘাতী অস্ত্র ব্যবহার ও নির্বিচারে গুলি চালানোর নির্দেশ দেন শেখ হাসিনা – DesheBideshe


আন্দোলনে প্রাণঘাতী অস্ত্র ব্যবহার ও নির্বিচারে গুলি চালানোর নির্দেশ দেন শেখ হাসিনা – DesheBideshe

ঢাকা, ০৯ জুলাই – গত বছরের জুলাইয়ে ছাত্র–জনতার অভ্যুত্থানের সময় বিক্ষোভকারীদের ওপর প্রাণঘাতী অস্ত্র ব্যবহার এবং নির্বিচারে গুলির নির্দেশ দিয়েছিলেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সম্প্রতি বিবিসির এক অনুসন্ধানী প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে।

প্রতিবেদনে বলা হয়, ১৮ জুলাই শেখ হাসিনা ও এক অজ্ঞাতনামা ঊর্ধ্বতন কর্মকর্তার মধ্যে ফোনালাপের একটি অডিও ক্লিপ ফাঁস হয়, যার সত্যতা বিবিসি আই নিশ্চিত করেছে। এই ফোনালাপে শেখ হাসিনাকে বিক্ষোভকারীদের গুলি চালাতে নিরাপত্তা বাহিনীকে নির্দেশ দিতে শোনা যায়।

বিবিসি জানায়, অডিওটি প্রমাণ করে যে, সাবেক প্রধানমন্ত্রী নিজেই গুলির অনুমতি দিয়েছিলেন। এর পরপরই সামরিক বাহিনীর প্রাণঘাতী অস্ত্র সরবরাহ করা হয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে।

জাতিসংঘের হিসাবে, ওই অভ্যুত্থানে অন্তত ১ হাজার ৪০০ মানুষ প্রাণ হারান। ঘটনার পর শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আন্তর্জাতিক বিশেষ ট্রাইব্যুনালে মামলা হয়। প্রসিকিউটররা ফাঁস হওয়া অডিওটিকে অন্যতম গুরুত্বপূর্ণ প্রমাণ হিসেবে আদালতে উপস্থাপন করবেন বলে জানিয়েছে বিবিসি।

প্রতিবেদনে আরও বলা হয়, অডিওটি চলতি বছরের মার্চে প্রথম ফাঁস হয়। তবে আওয়ামী লীগের একজন মুখপাত্র বলেছেন, “বিবিসি যে টেপ রেকর্ডিংটির কথা বলেছে, তা সত্য কিনা, তা আমরা নিশ্চিত করতে পারছি না।”

উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র–জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে শেখ হাসিনা দেশত্যাগ করে ভারতে চলে যান। এরপর তাঁর বিরুদ্ধে একাধিক মামলা ও গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।

সূত্র: বাংলাদেশ জার্নাল
এনএন/ ০৯ জুলাই ২০২৫



Scroll to Top