আন্তর্জাতিক বাজারে চালের দাম কম, প্রয়োজনে আমদানি করবো: অর্থ উপদেষ্টা | চ্যানেল আই অনলাইন

আন্তর্জাতিক বাজারে চালের দাম কম, প্রয়োজনে আমদানি করবো: অর্থ উপদেষ্টা | চ্যানেল আই অনলাইন

অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, আন্তর্জাতিক বাজারে চালের দাম কম। তাই প্রয়োজন হলে সেখান থেকে আনবো। কারণ তুলনামূলকভাবে চালের দাম কম।

আজ মঙ্গলবার (১৪ জুলাই) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপে তিনি এই কথা বলেন।

তিনি বলেন, বিষয় হলো, আমরা চেষ্টা করছি, যেভাবেই হোক বাজারমূল্য স্থিতিশীল করার। আপস অ্যান্ড ডাউনস থাকবেই। সব পণ্যের দাম একসাথে কমে যাবে, তা কোনোদিন সম্ভব না। পণ্যের দাম একসাথে বেড়ে যাওয়াও কাম্য না।

উপদেষ্টা বলেন, খাদ্য মজুত স্যাটিসফেক্টরি আছে। চাল, ধান, গম- এই তিনটাই প্রধান, এটা আমাদের আছে। কি কি কেনা হবে, তার টার্গেট আমরা দিয়েছি।

Scroll to Top