আনোয়ারারুজ্জামানের অভ্যর্থনায় নেই মনোনয়নবঞ্চিত ৭ নেতা | বাংলাদেশ

আনোয়ারারুজ্জামানের অভ্যর্থনায় নেই মনোনয়নবঞ্চিত ৭ নেতা | বাংলাদেশ

<![CDATA[

সিলেট সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের মনোনয়ন পাওয়ার দুদিন পর সিলেটে পৌঁছেছেন যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ারুজ্জামান চৌধুরী।

সোমবার (১৭ এপ্রিল) বিকেল পৌনে ৩টায়  ঢাকা থেকে সিলেট এম এ জি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি। এ সময় তাকে অভ্যর্থনা জানান আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের হাজার হাজার নেতাকর্মীরা।

 

তবে বিমাবন্দরে জেলা ও মহানগর আওয়ামী লীগের শীর্ষ নেতাদের দেখা গেলেও দলীয় মনোনয়নবঞ্চিত সাত নেতা তার পাশে ছিলেন না। তবে মনোনয়নবঞ্চিত দুজন নেতাও সেখানে উপস্থিত ছিলেন। তারা হচ্ছেন মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ছালেহ আহমদ ওরফে সেলিম ও আরমান আহমদ ওরফে শিপলু।

 

এদিকে দলের প্রার্থী হিসেবে মনোনীত করায় আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শেখ রেহানার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, মনোনয়ন বঞ্চিতরা তার সঙ্গে আছেন। দলের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে প্রধানমন্ত্রীর নির্দেশে ঐক্যবদ্ধভাবে কাজ করব।
 

আরও পড়ুন:  ৫ সিটিতে আওয়ামী লীগের মেয়র প্রার্থী চূড়ান্ত

 

পরে মোটর শোভাযাত্রা করে হজরত শাহজালাল (রহ.) ও হযরত শাহ পরানের মাজার জিয়ারত করেন তিনি। বিমানবন্দরে সিলেট-৩ আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব, মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরী, সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট নাসির উদ্দিন খানসহ দলের বিভিন্নস্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 

বিমানবন্দরে অনুপস্থিত থাকা বাকি সাতজন নেতা হলেন- আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক মিসবাহ উদ্দিন ওরফে সিরাজ, মহানগর আওয়ামী লীগের সহসভাপতি আসাদ উদ্দিন আহমদ ও আবদুল খালিক, সাধারণ সম্পাদক মো. জাকির হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক এ টি এম এ হাসান ওরফে জেবুল, আজাদুর রহমান ওরফে আজাদ ও সদস্য প্রিন্স সদরুজ্জামান চৌধুরী।

 

নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, ২১ জুন সিলেট সিটি করপোরেশন নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ২৩ মে পর্যন্ত মনোনয়নপত্র দাখিল করা যাবে। মনোনয়নপত্র বাছাই ২৫ মে এবং প্রত্যাহারের শেষ দিন ১ জুন।

 

]]>

Scroll to Top