আত্মজীবনী লিখছেন সংগীতশিল্পী পান্থ কানাই | বিনোদন

আত্মজীবনী লিখছেন সংগীতশিল্পী পান্থ কানাই | বিনোদন

<![CDATA[

অসংখ্য জনপ্রিয় গান যিনি দর্শককে উপহার দিয়েছেন, তিনি হলেন অন্যতম জনপ্রিয় সংগীতশিল্পী পান্থ কানাই। গানের বাইরে নাম লিখিয়েছেন অভিনয় জগতেও।

‘দাহকাল’ নামের একটি সিনেমায় কাজ করেছেন তিনি। সিনেমাটি পরিচালনা করছেন মঈন হাসান ধ্রুব। তার সঙ্গে আছেন সময়ের জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণ। শুধু গান কিংবা অভিনয় নয়, তিনি একজন শাস্ত্রীয় তবলাবাদক, ড্রামবাদক এবং সংগীতশিক্ষক হিসেবেও খ্যাতি অর্জন করেছেন।

আরও পড়ুন: ফ্রংকো-বাংলা উইন্টার ফেস্টে তাহসান-অ্যাশেজ জাদু

এবার একজন লেখক হিসেবেও আত্মপ্রকাশ করতে চলেছেন পান্থ কানাই। নিজের জীবন নিয়ে একটি বই লিখেছেন তিনি। বইটির নাম ‘আমি মুক্তি চেয়েছিলাম’। নতুন বছরের আসন্ন বইমেলায় পাওয়া যাবে বইটি। বইটির ছবি নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমেও শেয়ার করেছেন তিনি।

আরও ‍পড়ুন: মেট্রোরেল নিয়ে মমতাজের গান

২০০১ সালে ‘তাণ্ডব’ ব্যান্ডের সঙ্গে প্রকাশ পায় তার অভিষেক অ্যালবাম ‘মা’। এর পরপরই প্রকাশ করেন বেশ কিছু মিউজিক অ্যালবাম। শুধু মিউজিক অ্যালবাম নয়, বিভিন্ন টিভিসি ও সিনেমায়ও গান গেয়ে পেয়েছেন প্রশংসা।

]]>

Scroll to Top