আটকে যেতে পারে রোহিত-কোহলিদের বাংলাদেশ সফর | চ্যানেল আই অনলাইন

আটকে যেতে পারে রোহিত-কোহলিদের বাংলাদেশ সফর | চ্যানেল আই অনলাইন

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

আগামী আগস্টে বাংলাদেশ সফরের কথা ভারতের। টাইগারদের বিপক্ষে সাদা বলের সিরিজ খেলার সূচি আছে রোহিত শর্মা-বিরাট কোহলিদের। তিনটি করে ওয়ানডে ও টি-টুয়েন্টি ম্যাচ খেলবে দুদল। সূচিও প্রকাশ হয়েছে। তবে সাম্প্রতিক উত্তেজনায় আসন্ন সিরিজটি আটকে যেতে পারে, জানাচ্ছে ভারতীয় গণমাধ্যম।

সম্প্রতি কাশ্মিরের পেহেলগামে বন্দুকধারীদের হামলা কেন্দ্র করে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তানের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। প্রতিবেশী বাংলাদেশের সঙ্গেও বেশ কয়েকমাস ধরে শীতল সম্পর্কের বাতাস ভারতের। এরমধ্যে নতুন করে উত্তেজনা বেড়েছে বাংলাদেশের একজন সাবেক সামরিক কর্মকর্তার একটি সাম্প্রতিক মন্তব্যে। অবশ্য বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ওই বক্তব্যের সঙ্গে বাংলাদেশ সরকারের কোনো সংশ্লিষ্টতা নেই।

টাইমস অব ইন্ডিয়ার খবর, ‘অন্তর্বর্তীকালীন সরকারের আস্থাভাজন বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তা এ এল এম ফজলুর রহমান সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলো দখলের প্রস্তাব দিয়েছেন। চীনের সঙ্গে একটি যৌথ সামরিক ব্যবস্থা গঠনেরও আহ্বান জানিয়েছেন। যে কারণে আটকে যেতে পারে সিরিজটি।

চলতি ঘটনাপ্রবাহ পর্যবেক্ষণকারী একটি সূত্রের বরাতে গণমাধ্যমটি বলছে, ‘সফর নির্ধারিত এফটিপি সূচির অংশ হলেও এখনও কিছুই চূড়ান্ত নয়। বর্তমান পরিস্থিতির কারণে ভারতের বাংলাদেশ সফর নাও হতে পারে। এমন সম্ভাবনাই বেশি।’

আগামী ১৩ আগস্ট ঢাকায় আসায় কথা রোহিত-কোহলিদের। ১৭ আগস্ট মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে প্রথম ওয়ানডে গড়ানোর কথা। একই মাঠে দ্বিতীয় ওয়ানডে খেলার পর তৃতীয়টি গড়ানোর কথা চট্টগ্রামে, ২৩ আগস্ট। ২৬ আগস্ট চট্টগ্রামে প্রথম টি-টুয়েন্টি খেলে পরের দুটি ম্যাচ খেলার কথা মিরপুরে ২৯ ও ৩১ আগস্টে।

Scroll to Top