আঞ্চলিক ক্রিকেটের নীতিমালার খসড়া অনুমোদন

আঞ্চলিক ক্রিকেটের নীতিমালার খসড়া অনুমোদন
আঞ্চলিক ক্রিকেটের নীতিমালার খসড়া অনুমোদন

ক্রিকেটে বিকেন্দ্রীকরণ, বিসিবির সর্বশেষ বোর্ড মিটিংয়ে নীতিমালার খসড়া অনুমোদন হয়েছে। আঞ্চলিক ক্রিকেট কাঠামো শুরু করার ক্ষেত্রে আর কোনো প্রতিবন্ধকতা নেই। বিসিবি সিইও জানিয়েছে, এর জন্য কমিটি গঠন করা হবে খুব দ্রুত।

আঞ্চলিক ক্রিকেট সংস্থা বাস্তবায়নের আলোচনা অনেকদিন ধরেই। গঠনতন্ত্র সংশোধনের পর নীতিমালার খসড়া অনুমোদনের মাধ্যমে দেশের ক্রিকেটের প্রশাসনিক এখন বিকেন্দ্রীকরণের পর্যায়ে।   

রিজিওনাল ক্রিকেটের নীতিমালার খসড়া প্রস্তুত; জানালেন বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন,

‘আমাদের আমাদের আঞ্চলিক ক্রিকেট সংস্থা নিয়ে যে পরিকল্পনা, এটা যে নীতিমালা, সে নীতিমালার বিষয়ে আমাদের গতকাল যে বোর্ড মিটিং হয়েছে, সেটার খসড়া অনুমোদন হয়েছে। খুব দ্রুতই একটা কমিটি করে দেওয়া হবে, সে কমিটি এই নীতিমালার ওপর আরও কিছু প্রয়োজন হলে সেটা দেখে তাড়াতাড়ি ঠিক করে চূড়ান্ত করা হবে এবং আঞ্চলিক কমিটিগুলো তৈরি করে দেবে।’

পূর্ণাঙ্গ কমিটি গঠনের আগেই খসড়া নীতিমালাটা দিয়ে আঞ্চলিক ক্রিকেট কাঠামো শুরু করা যাবে; এমনটাই জানালেন বিসিবি সিইও।

‘এখন আঞ্চলিক ক্রিকেট কাঠামোর যে নীতিমালাগুলো সেটা বোর্ডই টাইম টু টাইম সিনারিও তার ওপর বিবেচনা করে যদি কোনো পরিবর্তনের প্রয়োজন হয়, এটা বোর্ড করবে। এখন খসড়া নীতিমালাটা দিয়ে আমাদের আঞ্চলিক ক্রিকেট কাঠামো শুরু করার ক্ষেত্রে কোনো প্রতিবন্ধকতা নেই।’

দ্রুত সব কমিটি গঠন করার ব্যাপারেও দিয়েছেন আশ্বাস,

‘আমাদের এই কাঠামোটা গঠন করার জন্য আমাদের অনেক দিন ধরে পরিকল্পনা ছিল। গত এজিএমের এটা বোর্ডের মধ্যে আনা হয়। যত তাড়াতাড়ি সম্ভব সব কমিটি গঠন করা হবে।’

Scroll to Top