আজ রাতে শিল্পকলায় গান

আজ রাতে শিল্পকলায় গান

আসন্ন ঈদ উদ্‌যাপন উপলক্ষে গান শোনানোর ব্যবস্থা করেছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি। রোববার সন্ধ্যা সাতটায় নন্দন মঞ্চে গাইবেন ইমন চৌধুরী, ন্যান্‌সি, কাওয়াল আহমেদ নূর আমেরি। আহমেদ নূর আমেরি কাওয়ালি ও মাইজভান্ডারির জন্য পরিচিত।

আয়োজনটি নিয়ে এক ফেসবুক পোস্টে সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী লিখেছেন, ‘প্রথমবারের মতো শিল্পকলা একাডেমিতে ঈদের অনুষ্ঠান। বাংলাদেশ বহু ভাষার, বহু মতের, বহু ধর্মের দেশ। বহুজনের এই সমাজে আমরা যে জীবন যাপন করি, তার সবকিছুই আমাদের সংস্কৃতির অংশ। বাংলাদেশ এর সবকিছুই উদ্‌যাপন করবে। কোনো বিভাজনের রাজনীতি আর এখানে স্বাগত নয়।’

Scroll to Top