এই খবরটি পডকাস্টে শুনুনঃ
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে ব্যাট হাতে উজ্জ্বল ছিলেন আজিজুল হাকিম তামিম। এশিয়া কাপজয়ী দলের অধিনায়ককে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১১তম আসরে দলে নিয়েছে রংপুর রাইডার্স। এবার দল পেলেন বল হাতে যুব আসরে সর্বোচ্চ উইকেট শিকার করা ইকবাল হোসেন ইমন। এশিয়া চ্যাম্পিয়ন পেসারকে দলে নিয়েছে ফরচুন বরিশাল।
বৃহস্পতিবার ইমনকে দলে টানার বিষয় জানিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের এশিয়া কাপজয়ী ইমন ৫ ম্যাচে ১৬৮ রান খরচায় ১৩ উইকেট নেন। ৪ উইকেট নিয়েছেন একবার। ৪.০৯ ইকোনমিতে ৪১ ওভার বল করেন।
আগামী ৩০ ডিসেম্বর বিপিএলের উদ্বোধনী ম্যাচে দুর্বার রাজশাহীর বিপক্ষে মাঠে নামবে গত আসরের চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল।