চট্টগ্রাম ব্যুরো:
পূর্ব শত্রুতার জেরে আবারও সংঘর্ষে জড়িয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের দুই গ্রুপ। শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) বিকেলে বিশ্ববিদ্যালয়গামী শাটল ট্রেনের বগিভিত্তিক সংগঠন সিক্সটি নাইন ও সিএফসির কর্মীরা এ সংঘর্ষে জড়ায়।
এ সময় সিএফসি শাহ আমানত ও সিক্সটি নাইন শাহজালাল হলের সামনে অবস্থান নেয়। সেখান থেকে একে-অপরকে লক্ষ্য করে পাথর নিক্ষেপ করে। এছাড়া থেমে থেমে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনাও ঘটেছে। সংঘর্ষের সময় দেশীয় অস্ত্র নিয়ে মহড়া দিতে দেখা যায় ছাত্রলীগ নেতাকর্মীদের।
এর আগে, বৃহস্পতিবার রাতেও সংঘর্ষে জড়িয়েছিল দুই গ্রুপ। সিক্সটি নাইনের কর্মীরা বিশ্ববিদ্যালয় রেলস্টেশন এলাকায় সিএফসির এক কর্মীকে মারধর করলে সংঘর্ষের সুত্রপাত হয়। এছাড়া বৃহস্পতিবার সকাল থেকে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সিক্সটি নাইন ও বিজয় গ্রুপের নেতা কর্মীরা কয়েক দফায় সংঘর্ষে জড়ায়। এদে অন্তত ১৫ জন আহত হন।
এসব ঘটনার পরিপ্রেক্ষিতে ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে। বৃহস্পতিবারের সংঘর্ষের ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
/এনকে