আঙুল কেটে যাওয়ায় সাদিরা অনিশ্চিত আফগানিস্তান ম্যাচে

আঙুল কেটে যাওয়ায় সাদিরা অনিশ্চিত আফগানিস্তান ম্যাচে
আঙুল কেটে যাওয়ায় সাদিরা অনিশ্চিত আফগানিস্তান ম্যাচে

গত বৃহস্পতিবার ইংল্যান্ডের বিরুদ্ধে মুখোমুখি হয়েছিল শ্রীলঙ্কা। ইংলিশদের হারিয়ে সেই ম্যাচে জয় নিশ্চিত করে লঙ্কানরা। স্বল্প লক্ষ্যমাত্রায় ব্যাট করতে গিয়ে ৮ উইকেটের জয়ে ভূমিকা ছিল ৪ নম্বর ব্যাটার সাদিরা সামারাবিক্রমার। অবশ্য ১৪তম ওভারের মাথায় মার্ক উডের একটি বল এই ব্যাটারের আঙ্গুলে লাগে। যার ফলে তাঁর আঙ্গুলে কিছুটা কাটা দাগ দেখা দিয়েছে এবং সেখান থেকে পরবর্তী ম্যাচ খেলা নিয়েও কিছুটা শঙ্কা তৈরি হয়েছে।

ইংল্যান্ডের দেওয়া ১৬১ রানের লক্ষ্য তাড়া করতে গিয়ে দলীয় ২৩ রানেই ২ উইকেট হারিয়েছিল শ্রীলঙ্কা। সেখান থেকে দলকে টেনে তুলেছেন ওপেনার পাথুম নিশানকা ও সামারাবিক্রমা। দুইজন মিলে ধীরেসুস্থে নিজেদের ইনিংস চালিয়ে নিয়েছেন।

১৪তম ওভারের মাথায় ইংলিশ পেসার উড এসেছিলেন ওভার করতে। এই পেসারের একটি ব্যাক অব লেন্থ ডেলিভারি সামারাবিক্রমার আঙ্গুলে এসে লাগে। সেসময় ফিজিও মাঠে ছুটে আসেন। প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় ব্যাটারকে। এরপর তিনি আবারও ব্যাট করতে থাকেন।

কিন্তু ম্যাচের পর একটা সময় গিয়ে দেখা যায় এই লঙ্কান ব্যাটারের আঙ্গুলে কাটা দাগের সৃষ্টি হয়েছে। যেখান থেকে আরও বেশি ব্যথা তৈরি হওয়ার সম্ভাবনাও আছে। যদিও আশা করা যাচ্ছে, এখান থেকে তিনি সেরে উঠবেন এবং লঙ্কানদের এই গুরুত্বপূর্ণ ব্যাটার পরবর্তী ম্যাচেও দলের পক্ষে নামবেন।

শ্রীলঙ্কার পরবর্তী ম্যাচ আগামী ৩০ অক্টোবর, আফগানিস্তানের বিপক্ষে অনুষ্ঠিত হবে, পুনে’তে।

Scroll to Top