আগামীকাল সিইসির সঙ্গে বৈঠকে বসবে জামায়াত – DesheBideshe

আগামীকাল সিইসির সঙ্গে বৈঠকে বসবে জামায়াত – DesheBideshe



আগামীকাল সিইসির সঙ্গে বৈঠকে বসবে জামায়াত – DesheBideshe

ঢাকা, ০১ জুন – প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে সোমবার (২ জুন) বৈঠক করবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর একটি প্রতিনিধিদল। এতে নিবন্ধন ও প্রতীকের বিষয়ে আলোচনা করার কথা রয়েছে বলে জানা গেছে। রোববার (১ জুন) সিইসির একান্ত সচিব মো. আশ্রাফুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, জামায়াতের একজন ফোন দিয়েছিলেন। তাদের একটি প্রতিনিধিদল আগামীকাল (সোমবার) সাক্ষাতের সময় চেয়েছিলেন। সিইসি সোমবার দুপুর ১২টায় সময় দিয়েছেন। তারা চার-পাঁচজন আসতে পারেন।

জামায়াতের নিবন্ধন অবৈধ ঘোষণা করে ২০১৩ সালের হাইকোর্টের দেওয়া রায়কে রোববার (১ জুন) সকালে আপিল বেঞ্চ বাতিল করায় দলটির নিবন্ধন ফিরে পাওয়ার পথ খুলে যায়। রায়ের পর এক প্রতিক্রিয়ায় জামায়াতের আইনজীবী শিশির মনির আদালত প্রাঙ্গণে সাংবাদিকদের বলেছেন, আমরা মামলার শর্ট অর্ডার চেয়েছি। আশা করছি আগামীকালের মধ্যেই মামলার সংক্ষিপ্ত আদেশ আমরা হাতে পাব। এই সংক্ষিপ্ত আদেশ আমরা ইলেকশন কমিশনের কাছে অ্যাপ্রোচ (উপস্থাপন) করব। ইলেকশন কমিশন অতি দ্রুত জামায়াতের নিবন্ধন ও জামায়াতের প্রতীক ফিরিয়ে দেবেন, এটা আমরা প্রত্যাশা করি।

সোমবার বৈঠক হলে ১২ বছর পর এটি হবে ইসির সঙ্গে জামায়াতের দ্বিতীয় সাক্ষাৎ। এর আগে গত ১৩ ফেব্রুয়ারি দলটির একটি প্রতিনিধিদল বিভিন্ন দাবি নিয়ে ইসিতে এসেছিলেন। তার আগে ১২ বছর নির্বাচন আয়োজনকারী প্রতিষ্ঠানটির সঙ্গে দলটির কোনো যোগাযোগ ছিল না।

সূত্র: জাগো নিউজ
আইএ/ ০১ জুন ২০২৫



Scroll to Top