গত পবিত্র রমজানের সময় ট্রাকে ভর্তুকি মূল্যে তেল, চিনি ও ডালের সঙ্গে ছোলা ও খেজুর বিক্রি করেছিল টিসিবি। এরপর কিছুদিন বিরতি দিয়ে আবার গত কোরবানি ঈদের সময় ট্রাকে পণ্য বিক্রি করেছিল সংস্থাটি। প্রায় দুই মাস বিরতি দিয়ে আবার ট্রাক সেল কার্যক্রম চালু করতে চলেছে টিসিবি।
সংবাদ বিজ্ঞপ্তিতে টিসিবি বলেছে, আগামীকাল থেকে ঢাকা, চট্টগ্রাম, গাজীপুর ও কুমিল্লা মহানগরীসহ বেশ কয়েকটি জেলায় এ কার্যক্রম পরিচালনা করা হবে। যেকোনো ভোক্তা লাইনে দাঁড়িয়ে ট্রাক থেকে পণ্য কিনতে পারবেন।
টিসিবির ট্রাক থেকে একজন ভোক্তা সর্বোচ্চ দুই লিটার ভোজ্যতেল (সয়াবিন বা কুঁড়ার তেল), দুই কেজি মসুর ডাল ও এক কেজি চিনি কিনতে পারবেন। এর মধ্যে প্রতি লিটার ভোজ্যতেলের দাম ১১৫ টাকা। এ ছাড়া প্রতি কেজি মসুর ডাল ৭০ টাকা ও চিনি ৮০ টাকায় বিক্রি করবে সংস্থাটি। এতে ট্রাক থেকে তিনটি পণ্য কিনতে একজন গ্রাহকের মোট ব্যয় হবে ২৬৫ টাকা।