আগস্টে দুটি প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ | চ্যানেল আই অনলাইন

আগস্টে দুটি প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ | চ্যানেল আই অনলাইন

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

সেপ্টেম্বরে বাংলাদেশ ছেলেদের অনূর্ধ্ব-২৩ জাতীয় ফুটবল দল ‘এএফসি অনূর্ধ্ব-২৩ এশিয়ান কাপ ২০২৬’র বাছাইপর্ব খেলবে। ভিয়েতনাম, সিঙ্গাপুর ও ইয়েমেনের বিপক্ষে বাছাইপর্ব হবে ৩-৯ সেপ্টেম্বর। আসরের প্রস্তুতির জন্য দুটি প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ। ফুটবল ফেডারেশন সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে।

বাছাইপর্বের আগে প্রস্তুতির লক্ষ্যে বাহরাইনে যাবে বাংলাদেশ। ১৮ এবং ২২ আগস্ট বাহরাইন অনূর্ধ্ব-২৩ দলের বিপক্ষে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে ক্যাবরেরার শিষ্যরা। কন্ডিশনের সাথে মানিয়ে নিতে বাছাইপর্ব শুরুর পাঁচদিন আগে ভিয়েতনামে যাবে দলটি।

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ন্যাশনাল টিমস কমিটির এক সভায় বুধবার সিদ্ধান্ত নেয়া হয়েছে। অনলাইনে উপস্থিত ছিলেন সভাপতি তাবিথ আউয়াল, সিনিয়র সহ-সভাপতি ইমরুল হাসান, সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার এবং সদস্য ইকবাল হোসেন, আমিরুল ইসলাম বাবু, সত্যজিৎ দাস রুপু।

Scroll to Top