আগস্টে আসছে না ভারত, বাংলাদেশের বিপক্ষে সিরিজ খেলবে আগামী বছর | চ্যানেল আই অনলাইন

আগস্টে আসছে না ভারত, বাংলাদেশের বিপক্ষে সিরিজ খেলবে আগামী বছর | চ্যানেল আই অনলাইন

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

ভারত ও পাকিস্তান সংঘাতের সময় থেকে শঙ্কা ছিল ভারতের বাংলাদেশ সফর নিয়ে। তিনটি করে ওয়ানডে ও টি-টুয়েন্টি সিরিজের সূচিও চূড়ান্ত ছিল, আগস্টে গড়াত লড়াই। তবে তার আর হচ্ছে না। চলতি বছর আর বাংলাদেশে আসছে না ভারত। অবশ্য সিরিজ বাতিল হয়ে যায়নি, আগামী বছর সেপ্টেম্বরে বাংলাদেশ সফরে আসবে ভারত।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) মিলে নতুন এই সময়সূচি ঠিক করেছে। বৃহস্পতিবার বিসিবি বিষয়টি জানিয়েছে। বলেছে, ‘আন্তর্জাতিক ক্রিকেট সূচি পর্যালোচনা করে দুই দেশের ক্রিকেট বোর্ড ২০২৬ সালে সেপ্টেম্বরে সিরিজ আয়োজনে সম্মত হয়েছে। সিরিজের সূচি পরে চূড়ান্ত করা হবে।’

গত এপ্রিলে ভারত ও বাংলাদেশ মধ্যকার ওয়ানডে ও টি-টুয়েন্টি সিরিজের সূচি চূড়ান্ত হয়। আগামী ১৩ আগস্ট বাংলাদেশে আসার কথা ছিল ভারতীয় ক্রিকেট দলের। ১৭, ২০ ও ২৩ আগস্ট ওয়ানডে এবং ২৬, ২৯ ও ৩১ আগস্টে টি-টুয়েন্টি ম্যাচগুলো গড়াতো। মিরপুর ও চট্টগ্রামে মুখোমুখি হতো দুদল। তবে ভারত সরকারের অনুমতি না পাওয়ায় বিসিসিআই চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারছিল না।

বাংলাদেশ সফর স্থগিত হওয়ায়, আগামী আগস্টে গড়াতে চলা দিলীপ ট্রফিতে ভারতের শীর্ষস্থানীয় খেলোয়াড়রা অংশ নিতে পারবেন।

Scroll to Top