আওয়ামী লীগ নেতা শাহে আলম মুরাদ গ্রেপ্তার

আওয়ামী লীগ নেতা শাহে আলম মুরাদ গ্রেপ্তার

জুমবাংলা ডেস্ক : ঢাকা মহানগর আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য ও দক্ষিণ আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মো. শাহে আলম মুরাদকে গ্রেপ্তার করা হয়েছে।

আওয়ামী লীগ নেতা শাহে আলম মুরাদ গ্রেপ্তারআওয়ামী লীগ নেতা শাহে আলম মুরাদ গ্রেপ্তার

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সকাল ১০টার দিকে রাতে রাজধানীর উত্তরা থেকে তাকে গ্রেপ্তার করে ডিবি পুলিশের একটি দল।

বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের যুগ্ম কমিশনার (ডিবি) মোহাম্মদ রবিউল হোসেন ভূঁইয়া।

তিনি বলেন, তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একাধিক মামলা রয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আজকের আবহাওয়ার পূর্বাভাস : বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা

এর আগে গত ৬ এপ্রিল রাজধানীর বায়তুল মোকাররম থেকে বঙ্গবন্ধু এভিনিউ পর্যন্ত হঠাৎ ঝটিকা মিছিল করে আওয়ামী লীগ। এই মিছিলের নেতৃত্ব দেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ।

Scroll to Top